দ্বীন বিজয়ে নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সেলিম উদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম

ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিজয় নিশ্চিত করার মাধ্যমে দ্বীনের বিজয় তরান্বিত করতে নারী সমাজকে ময়দানে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে নারীদের ঘরে বসে থাকলে চলবে না বরং ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে নারী অঙ্গনে আপোষহীন ভূমিকা পালন করতে হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টের কনভেনশন হলে কাফরুল-মিরপুর জোন জামায়াত আয়োজিত ঢাকা-১৫ সংসদীয় আসনের মহিলা রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
সমাবেশে উপস্থিত ছিলেন– ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানা আমির শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ, ডা. আসাদুজ্জামান কাবুল, কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম মাহমুদ ও জোন সদস্য জসিম উদ্দিন।
সেলিম উদ্দিন বলেন, ইসলাম বিশ্বজনীন এক চিরন্তন ও শাশ্বত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে রয়েছে নারীর সম্মান, মর্যাদা ও সব ধরনের অধিকারের স্বীকৃতি। মানব সভ্যতার বিকাশে নারীর ভূমিকা সম্পর্কে পবিত্র কালামে হাকিমের সূরা আল হুজুরাতের ১৩নং আয়াতে ইরশাদ হয়েছে, ‘হে মানবজাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা পরস্পরের সঙ্গে পরিচিত হতে পারো।’ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে পুরুষদের মতো নারীদেরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
তিনি বলেন, ইসলামের প্রচার-প্রসারে নারীদের যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে মানবজীবনে পূর্ণ দ্বীন বাস্তবায়ন, ইহকালীন ও পরকালীন সফলতা অর্জন সম্ভব। তাই দেশ ও জাতির ক্রান্তিকালে নারীদের ঘরে বসে থাকলে চলবে না বরং ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে নারী অঙ্গনে আপোষহীন ভূমিকা পালন করতে হবে।
সেলিম উদ্দিন বলেন, জামায়াত আমির একজন বরেণ্য জাতীয় নেতা। তিনি শুধু দেশেই নন বরং আন্তর্জাতিক বিশ্বেও অধিকতর গ্রহণযোগ্য ব্যক্তি। তার মেধা, সততা, যোগ্যতা, রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা ও নেতৃত্বের গুণাবলী সব মহলের কাছে প্রশংসিত। তিনি শুধু জামায়াতে ইসলামীর নন বরং দেশ ও জাতির রাহবার। তাই তার মর্যাদা রক্ষায় এবং আগামী নির্বাচনে তার বিজয় নিশ্চিত করতে আমাদের সবাইকে যেকোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের ঐতিহাসিক অর্জন। অনেক ত্যাগ ও কোরবানির বিনিময়ে আমাদের এ বিজয় অর্জিত হয়েছে। এজন্য শত-সহস্র মানুষকে প্রাণ দিতে হয়েছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। অনেকে হাত, পা ও চোখ হারিয়ে স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে পড়েছেন। তাই জুলাই বিপ্লবীদের প্রতি যথাযথ সম্মান প্রদান করতেই প্রস্তাবিত জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিতে হবে। রাষ্ট্রের কার্যকর সংস্কারের পাশাপাশি জুলাই গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার পর প্রচলিত পদ্ধতির পরিবর্তে ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচন হতে হবে।
জনগণ দেশে আর কোনো ভোট চুরির প্রহসনের নির্বাচন মেনে নেবে না উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, এ ধরনের যেকোনো ষড়যন্ত্র জনগণ সম্মিলিতভাবে রুখে দেবে। তিনি ‘পিআর’ পদ্ধতির নির্বাচন আদায়ে দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।