Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

লন্ডন প্রেস ক্লাব নির্বাচন ২০২৬ সফলভাবে সম্পন্ন

Icon

আজিজুল আম্বিয়া, লন্ডন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

লন্ডন প্রেস ক্লাব নির্বাচন ২০২৬ সফলভাবে সম্পন্ন

বিজ্ঞাপন

লন্ডন প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। মোট ৩৩৫ জন ভোটারের মধ্যে ৩২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটের প্রায় ৯৭ শতাংশ। অনলাইনে প্রাপ্ত ৩৪টি ব্যালট পেপারের মধ্যে ৩১টি ফেরত আসে, যার মধ্যে ২টি বাতিল ঘোষণা করা হয়।

সভাপতি পদে তারেক চৌধুরী ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে তাইসির মাহমুদ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোট পেয়ে বিজয়ী হন।

সাধারণ সম্পাদক পদে মোঃ আকরামুল হোসেন ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির চৌধুরী মুরাদ ১৮২ ভোট পেয়ে জয়লাভ করেন।

কোষাধ্যক্ষ পদে মোঃ আবুল হান্নান ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং যুগ্ম কোষাধ্যক্ষ পদে মোঃ এখলাছুর রহমান পাককু ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হন।

সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ ১৯০ ভোট পেয়ে বিজয়ী হন।

ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—

ফারজানা চৌধুরী, লোকমান হোসেন গাজী, মোঃ সরওয়ার হোসেন, ইনামুল হক চৌধুরী এবং সাহিদুর রহমান সোহেল।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিবেশে এবারের নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটির প্রতি ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক আশাবাদ লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার