Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ এএম

গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

বিজ্ঞাপন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংকের পাশে তার বাসা। হঠাৎ জানালা দিয়ে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আশপাশের মানুষদের সহায়তায় বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে।

ডৌহাখলা শাখা ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম। ফোন পেয়ে দ্রুত ব্যাংকে পৌঁছাই। শুনেছি জানালা ভাঙা ছিল। আপাতত এ বিষয়ে বেশি কিছু বলতে পারছি না।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয় এবং সরজমিন তদন্ত করা হয়েছে। ব্যাংকের কর্মকর্তারা থানায় রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার