বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টা, আমার স্বামী হত্যার বিচার কোথায়?
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
বিজ্ঞাপন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এ প্রশ্ন করেন।
রাবেয়া ইসলাম সম্পার ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো....
‘মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সাহেব, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়?
আপনারা যদি ভেবে থাকেন ফিরনাসের দায়িত্ব নেয়ার কথা বলে তার বাবার হত্যার বিচার করবেন না তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোন কিছু গ্রহণ করবে না। সব কিছুর আগে তার বাবার বিচার !
আপনারা বিজি নির্বাচন নিয়ে। কিন্তু যেদেশে জুলাই অভ্যুত্থানের পরে দিনে দুপুরে সবার সামনে দিয়ে একজনকে হত্যা করে পালিয়ে যাওয়া হয় এবং সব থেকে বড় দুর্ভাগ্য তার খুনীদের কোন সুরাহা,বিচার হয় না সে দেশের মানুষ কিসের ভিওিতে ভোট দিতে যাবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার কাম্য। কিন্তু আপনারা যা করছেন তাতে জনগন আপনাদের বিশ্বাস করতে পারছে না।
সব শেষ কথা, ফিরনাস আর ওর মা কোন রকমের প্রলোভনে পড়বে না তা যাই হোক। তারা ওসমান হাদির লড়াই দেখেছে যে নিজে কোন কিছুতেই আপোষ করেনি, আর না আমরা করবো। ফিরনাস তার বাবার হত্যার বিচার নিয়ে লড়ে যাবে এই দেশের মাটিতে বসেই। সুষ্ঠ বিচার একমাত্র দাবি। ইনকিলাব জিন্দাবাদ। ’
বিজ্ঞাপন