বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর আগে নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। যেহেতু ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার এবং এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, তাই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। আজকের মন্ত্রিসভার বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা টানা তিন দিনের ছুটি পাবেন।
প্রেস সচিব জানান, আজকের কেবিনেট বৈঠকে মোট ১৩টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন রহিতকরণ সংক্রান্ত খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ নিয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন আইন-২০২৬-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শফিকুল আলম আরও বলেন, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্য অধিকার অধ্যাদেশ-২০২৬-এর খসড়া, বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষরের প্রস্তাব এবং জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬-এর খসড়াও অনুমোদন পেয়েছে।
তিনি জানান, জুয়া প্রতিরোধ অধ্যাদেশে ১৯ ধরনের জুয়ার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে এবং অপরাধের ধরন অনুযায়ী ১৫ প্রকারের শাস্তির বিধান রাখা হয়েছে। এ আইনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা ও সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ম্যাচ ফিক্সিংসহ জুয়া সংক্রান্ত অপরাধ দমনই এ আইনের মূল লক্ষ্য।
এ ছাড়া ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০২৬, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড আইন-২০২৬ এবং বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন-২০২৬-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
প্রেস সচিব জানান, তথ্য অধিকার আইনে নতুন করে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে এবং তথ্য প্রতিবেদন ও সংরক্ষণের পদ্ধতি স্পষ্ট করা হয়েছে, যা তথ্য অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে।
বিজ্ঞাপন