Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

রাজধানীর একটি স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও ভাইরাল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

রাজধানীর একটি স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও ভাইরাল

বিজ্ঞাপন

রাজধানীর পল্টনে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে আনুমানিক চার থেকে পাঁচ বছর বয়সী এক শিক্ষার্থীকে দুই শিক্ষক মিলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে দেখা যায়।

ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পল্টনের শারমিন একাডেমি নামের একটি বেসরকারি স্কুলের বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি প্রথম শেয়ার করেন আইনজীবী সালেহ উদ্দীন। সিসিটিভি ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী, ভিডিওটি ধারণ করা হয় গত ১৮ জানুয়ারি।

বুধবার (২১ জানুয়ারি) ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারী শিক্ষক শিশুটিকে হাত ধরে অফিস কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ভয়ভীতি ও ধমক দেওয়া হয়। পরে কক্ষে উপস্থিত এক পুরুষ শিক্ষক চেয়ার ছেড়ে উঠে এসে শিশুটির মুখ, মাথা ও গলা চেপে ধরেন। এ সময় নারী শিক্ষক শিশুটির হাত ধরে রাখেন। কয়েক দফায় একইভাবে শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলছেন, স্কুলকে যেখানে শিশুদের দ্বিতীয় বাড়ি হিসেবে ভাবা হয়, সেখানে যদি তারা নিরাপদ না থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা উচিত।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি ও মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, “সচিবালয়ের কাছাকাছি পল্টনের মতো এলাকায় একটি স্কুলে এমন অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “এই দুই ব্যক্তি কি আদৌ শিক্ষক হওয়ার যোগ্য? কোমলমতি শিশুকে স্কুলের ভেতরে নিয়ে দুইজন মিলে নির্যাতন করছে—এটি ভয়াবহ। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ ঘটনায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করে তিনি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার