বিজ্ঞাপন
আ.লীগের যারা অপরাধ করেনি তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
বিজ্ঞাপন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীরের ছোট ভাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ যারা করেন সরকার তাদের নাগরিকত্ব তো বাতিল করেনি। সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি অন্যায় না করে, তার বিরুদ্ধে মামলা না থাকে, তবে তার নিরাপত্তার দায়িত্ব সরকারের।
আওয়ামী লীগের ভোটাররা কাদের ভোট দেবেন? এমন প্রশ্নের জবাবে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এ সভা হয়।
আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা কাদের ভোট দেবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাদের মধ্য দিয়ে জানমাল, ইজ্জত-ব্যবসা বাণিজ্য নিরাপত্তা পাবে তাদের ভোট দেবেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, জামায়াতের আমিরের সম্মানার্থে তার আসনে ইসলামী আন্দোলন প্রার্থী দেয়নি। তিনি (জামায়াত আমির) আমাদের সম্মান করে তাদের প্রার্থী তুলে নিয়েছেন, এজন্য ধন্যবাদ।
ইসলামী আন্দোলন নতুন কোনো জোটে যাবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, নতুন করে কোনো জোটে যাওয়ার এখন পর্যন্ত সুযোগ নেই। তবে ভবিষ্যতে ইসলামী শরিয়াহর ভিত্তিতে যদি কেউ আইন প্রণয়ন করতে চায়, তাহলে আবারও জোট হবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামের পক্ষে একটি বাক্স। এখন ইসলামের পক্ষে হাতপাখার বাক্স আছে।
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর কাউকে হয়রানি করা যাবে না। যদি হয়রানি করা হয় তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।
বিজ্ঞাপন