Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

যে জেলাকে ‘এ’ গ্রেডে উন্নীত করল সরকার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

যে জেলাকে ‘এ’ গ্রেডে উন্নীত করল সরকার

বিজ্ঞাপন

পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনার কথা বিবেচনা করে সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে সরকার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা।

সভায় সাতক্ষীরা জেলার মানোন্নয়ন ছাড়াও প্রশাসনিক কাঠামোর সংস্কার ও জননিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে চারটি নতুন থানা স্থাপন।

এদিকে গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’, কক্সবাজার জেলায় ‘মাতারবাড়ী’ নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া এ নরসিংদী জেলায় রায়পুরা থানা ভেঙে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।

প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিদ্যমান দুটি বিভাগ–‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’কে পুনরায় একত্র করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ নামে পুনর্গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে, তবে মন্ত্রণালয়টির ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

অর্থনৈতিক ব্যবস্থাপনায় গতি আনতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও সভায় অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া সভায় ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন সচিবরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার