বিজ্ঞাপন
রমজানে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
বিজ্ঞাপন
আসন্ন রমজান মাসের প্রথম দিন থেকে ৭ মার্চ পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রিটে ওই সময় পর্যন্ত বিদ্যালয় খোলা রাখার বিষয়ে সরকারের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল রিটটি দায়ের করেন।
রিটে শিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি দীর্ঘদিনের প্রথা ও রীতি রয়েছে।
আবেদনে সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং ১৫২ (১) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, আইন বলতে বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন প্রথা ও রীতিও অন্তর্ভুক্ত। সে হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক।
রিটে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস শেষে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, যা রোজা পালনে কষ্ট সৃষ্টি করে এবং ধর্মীয় আচার চর্চায় বাধা হয়ে দাঁড়াতে পারে।
এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে নগরবাসী চরম ভোগান্তির শিকার হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৫ জানুয়ারি রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবিতে সরকারের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বিজ্ঞাপন