বিজ্ঞাপন
নতুন পে-স্কেলের সব তথ্য অবশেষে খোলাসা করলেন অর্থ উপদেষ্টা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
বিজ্ঞাপন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন হলেও তা বাজারে কোনও বিরূপ প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি এই দাবি করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পে-স্কেলের প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিশন সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থ বিবেচনায় রেখেই সুপারিশ প্রস্তুত করেছেন এবং এতে তারা সন্তুষ্ট হবেন বলে আশা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হচ্ছে না। রিপোর্টটি জমা দেওয়ার পর সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির যাচাই-বাছাই শেষে বাস্তবায়নের সিদ্ধান্ত হবে। এ প্রক্রিয়ায় সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে। ফলে এটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে।”
সালেহউদ্দিন আহমেদ বলেন, “নতুন পে-স্কেল বাজারে কোনও বিরূপ প্রভাব ফেলবে না। কারণ সরকার সরবরাহ পক্ষ (সাপ্লাই সাইড) শক্তিশালী রাখার দিকে গুরুত্ব দিচ্ছে। নতুন পে স্কেলের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।”
তিনি বলেন, “সরকারি কর্মচারী, শিক্ষক, ছাত্র, বিভিন্ন অ্যাসোসিয়েশন, এমনকি অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও বয়স্ক নাগরিকদের মতামত নেওয়া হয়েছে। সবার চাহিদা হুবহু বাস্তবায়ন সম্ভব না হলেও তাদের প্রয়োজন ও প্রত্যাশা সুপারিশে প্রতিফলিত হবে। কমিশনের সুপারিশগওলো যাচাই-বাছাইয়ের মধ্যদিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিজ্ঞাপন