Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বিএনপির আরও ২ হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ এএম

বিএনপির আরও ২ হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন রোববার (১৮ জানুয়ারি) আরও দুই বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে। এটি জানানো হয়েছে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া এবং চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর অন্তর্ভুক্ত। আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে দ্বৈত নাগরিকত্ব প্রকাশ না করার কারণে। অন্যদিকে সারোয়ার আলমগীর ঋণখেলাপির অভিযোগে মনোনয়ন হারিয়েছেন।

এর আগে শনিবার কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ঋণখেলাপি হওয়ার কারণে বাতিল করা হয়েছিল।

চট্টগ্রাম-২ আসনের বিষয়ে জানা গেছে, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন। ইসি সেই আপিল মঞ্জুর করে সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা পুনর্বহালের জন্য আপিল শুনানি রোববার সকাল ১০টা থেকে শুরু হয়। মোট ৬৫টি আপিল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার