বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা পিছিয়েছে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
বিজ্ঞাপন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে এ পরীক্ষা ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলে এই পরীক্ষা পেছানো হলো।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষাটি ৯ জানুয়ারি হবে। এ সংক্রান্ত নোটিশ ওয়েবসাইটে দিয়ে দেয়া হবে। জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করা প্রার্থীদের একটি অংশ দাবি জানিয়ে আসছিলেন পরীক্ষা পেছানোর।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা ধরনের গুজব ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেক পেজ ও আইডি থেকে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হয়েছিলো। তবে এসব সত্য নয় বলে জানিয়ে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে পরীক্ষা। গত শনিবার থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।
জানা গেছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরপরই শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে বলে গুজব ছড়ানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি চর্চার কেন্দ্রে চলে আসে।
এর পরিপ্রেক্ষিতে ওইদিন রাতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
বিজ্ঞাপন