মাইরে ফেলান তাও বলবো জয় বাংলা: কারাগারে নেওয়ার সময় ছাত্রলীগ নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:০০ এএম
“মাইরে ফেলান, তাও বলবো জয়, বাংলা জয় বঙ্গবন্ধু", আদালতে শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় কারা পুলিশকে উদ্দেশ করে চিৎকার করে এসব বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা মিলন খান।
ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের এই ছাত্রলীগ নেতাসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদন নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
এর আগে, রবিবার বিকালে তাকে রাজধানীর সোবহানবাগ মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় মামলার আরেক আসামি ধানমন্ডি থানার ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শওকত ওসমান বাবুকেও গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ জিন্নাহ আসামি দুজনকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি তাদের জামিন আবেদন করেন। তবে জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠান।
আসামীপক্ষের আইনজীবী বলেন, “ঢাবি ছাত্রলীগ নেতাসহ দুজন ঘটনাস্থলে মবের স্বীকার হয়ে মারাত্মকভাবে আহত হন। সময়মতো পুলিশ না গেলে হয়ত আরও খারাপ কিছু হতে পারতো। পরে সেখান থেকে আসামিদের গ্রেফতার করে আজ আদালতে নিয়ে আসেন।”
মামলার এজাহার থেকে জানা গেছে, গ্রেফতারকৃত দুই আসামি ও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন সোবহানবাগ মসজিদের সামনে জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিটিউটের সামনে সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। এসময় দৌড়ে পালানোর সময় দুজনকে গ্রেফতার করা হয়।
তদন্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত দুই আসামি দৌড়ে পালানোর চেষ্টার সময় রাস্তার ওপর পড়ে গিয়ে সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।