Logo
Logo
×

ইসলাম

রোজা শুরু হতে আর কতদিন বাকি?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২০ এএম

রোজা শুরু হতে আর কতদিন বাকি?

পবিত্র রমজান মুসলমানদের কাছে সবচেয়ে বরকতময় মাসগুলোর একটি। বছর ঘুরে রমজান মাস শুরু হতে আর বেশি দিন নেই। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে, যেখানে প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি। সে হিসাবে রোজা শুরু হতে আজ (১২ ডিসেম্বর) থেকে এখনো ৬৯-৭০ দিন বাকি।

যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়, তাই বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথমদিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালন হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। এ ইবাদতের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর নৈকট্য লাভ করে এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। রোজা ধৈর্য, আত্মসংযম ও নৈতিক উন্নতির পথ দেখায়। পাশাপাশি ক্ষুধা ও তৃষ্ণা অনুভবের মাধ্যমে গরিব-দুঃখীদের প্রতি সহানুভূতি ও দানের মনোভাব বৃদ্ধি করে। রমজান মাসকে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস বলা হয়, যেখানে প্রতিটি ভালো কাজের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার