Logo
Logo
×

ইসলাম

নতুন বছর থেকে আমিরাতে জুমার নামাজ ১২টা ৪৫ মিনিটে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম

নতুন বছর থেকে আমিরাতে জুমার নামাজ ১২টা ৪৫ মিনিটে

সংযুক্ত আরব আমিরাতের ইসলামী বিষয়ক কর্তৃপক্ষ-জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স, আওকাফ অ্যান্ড জাকাত ঘোষণা করেছে আগামী নতুন বছর ২০২৬ সাল থেকে দেশব্যাপী সব মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হবে ১২টা ৪৫ মিনিটে।

নতুন বছরের ২ জানুয়ারি প্রথম শুক্রবার থেকে এই সময় কার্যকর হবে। এর আগে ২০২২ সালে সরকারের কর্ম-সপ্তাহের সময়সূচি পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শুক্রবারের নামাজ দুপুর ১টা ১৫ মিনিটে করা হয়েছিল।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নতুন সময় মেনে যথাসময়ে মসজিদে উপস্থিত হন।

কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, সপ্তাহের কর্মদিবস সোমবার থেকে বৃহস্পতিবার এবং শুক্রবারের নামাজ ও ইবাদতকে আরও সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ করতে এই সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন ব্যবস্থা ধর্মীয় আচার পালনের পাশাপাশি কর্মজীবী মানুষের সুবিধাকেও বিবেচনায় নিয়ে প্রণয়ন করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার