নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে সবার জন্য উত্তম আদর্শ। তিনি মানবতার মুক্তির দূত। তিনি মহান আল্লাহর ইবাদত ও ধ্যানে মগ্ন থাকতেন। রাতে নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়ার বিশেষ গুরুত্ব দিতেন।
নিচে এমন কয়েকটি সুরা উল্লেখ করা হলো; যেগুলো না পড়ে নবীজি ঘুমাতেন না:
হজরত জাবির (রা.) বর্ণনা করেন, ‘নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘আলিফ লাম মিম’ (সাজদা) ও ‘তাবারাকাল্লাজি’ (মুলক) পাঠ না করে ঘুমাতেন না।’ (তিরমিজি: ২৮৯২)
হজরত আয়েশা (রা.) বলেন, ‘নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুরা আল-জুমুআ ও বনি ইসরাইল পাঠ না করে ঘুমাতেন না।’ (তিরমিজি: ৩৪০৫)
উপরোক্ত দুই হাদিস থেকে আমরা পাই-- নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ চার সুরা না পড়ে ঘুমাতেন না:
১. সুরা মুলক (তাবারাকাল্লাজি)
২. সুরা সাজদা (আলিফ লাম মিম)
৩. সুরা বনি ইসরাইল
৪. সুরা জুমা।