Logo
Logo
×

ইসলাম

কুরআন হৃদয়ের রোগের চিকিৎসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

কুরআন হৃদয়ের রোগের চিকিৎসা

মানুষের হৃদয় মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে—দুনিয়ার ব্যস্ততা, চিন্তা, দুঃখ, পাপের অন্ধকারে হারিয়ে যায় অন্তরের আলো। ঠিক সেই মুহূর্তে আল্লাহর বাণী চোখ ও হৃদয়ের সামনে আসলে তার ভেতরের নিদ্রিত ইমান যেন জেগে ওঠে। কুরআনের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর মানুষের হৃদয়ে সান্ত্বনা, শক্তি ও আলো জাগিয়ে তোলে। আল্লাহ নিজেই বলেছেন যে এই কিতাব মানুষের জন্য হিদায়াত, আলো ও আরোগ্য। কুরআনের একাধিক বর্ণনায় এসেছে যে, আল্লাহর বাণী মানুষের হৃদয়ের আলো—

১. কুরআন হৃদয়ের রোগের চিকিৎসা

মানসিক অস্থিরতা, ভয়, দুঃখ কিংবা হতাশার সময়ে আল্লাহর বাণী হৃদয়কে প্রশান্ত করে। কুরআন শুধু পড়া নয়—তা অনুভব করলে মানুষ অন্তরের গভীরতা থেকে বদলে যেতে থাকে। আল্লাহ তাআলা বলেন—

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

‘আমি কুরআনে এমন বিষয় নাজিল করি, যা মুমিনদের জন্য শিফা ও রহমত।’ (সূরা ইসরা: আয়াত ৮২)

২. কুরআন মানুষের পথকে আলো করে দেয়

যে হৃদয় আল্লাহর বাণীকে গ্রহণ করে, তার জীবন অন্ধকার থেকে আলোতে উঠে আসে— চিন্তাধারা বদলে যায়, কর্ম বদলে যায়, মানুষের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যায়। আল্লাহ তাআলা বলেন—

هَٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِّلْمُتَّقِينَ

‘এটি মানুষের জন্য স্পষ্ট বাণী এবং মুত্তাকিদের জন্য হেদায়াত ও উপদেশ।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৩৮)

আরও পড়ুন
৩. আল্লাহর বাণী হৃদয়কে কোমল করে

কুরআনের আয়াত সত্যিকার অর্থে হৃদয়কে নরম করে দেয়—আল্লাহর ভয় ও ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন—

اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابًا مُتَشَابِهًا مَّثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَىٰ ذِكْرِ اللَّهِ

‘আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী— একটি কিতাব… এর কারণে যাদের অন্তরে ভয় রয়েছে তাদের শরীর শিহরিত হয়, তারপর তাদের দেহ ও হৃদয় আল্লাহর স্মরণে কোমল হয়ে যায়।’ (সুরা যুমার: আয়াত ২৩)

৪. কুরআন তেলাওয়াত—হৃদয়ের প্রশান্তি

যে ব্যক্তি নিয়মিত কুরআন তেলাওয়াত করে, তার হৃদয় শান্ত হয়, মন আলোকিত হয়; পাপ থেকে দূরে থাকার শক্তি পায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

اقْرَؤُوا الْقُرْآنَ؛ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ القِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ

‘কুরআন পাঠ কর; কিয়ামতের দিন এটি তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে আসবে।’ (মুসলিম ৮০৪, রিয়াদুস সালেহিন ১/৯৯৮)

আল্লাহর বাণী— ‘হৃদয় জাগ্রত করার আমল’

> নিয়মিত কুরআন তেলাওয়াত

> আয়াতের অর্থ বোঝার চেষ্টা

> হাদিসের আলোকে জীবনকে সংশোধন

> কুরআনের আলো হৃদয়ে আনতে রাত্রে কিছু সময় আল্লাহর সামনে নত হওয়া

আল্লাহর বাণী মানুষের হৃদয়ের জন্য সেই আলো, যা কখনো নিভে যায় না। জীবনে যত অন্ধকারই নামুক, কুরআন মানুষের অন্তরে আশার আলো জ্বালায়। যে ব্যক্তি আল্লাহর বাণীর সঙ্গে নিজেদের যুক্ত রাখে, তার জীবন শান্তি, নিশ্চয়তা ও ইমানের শক্তিতে পরিপূর্ণ হয় ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার