Logo
Logo
×

ইসলাম

আল্লাহর নামে কসম করা কি ঠিক?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ এএম

আল্লাহর নামে কসম করা কি ঠিক?

প্রশ্ন : আমি কথাচ্ছলে আল্লাহর নামে কসম করছিলাম। যেমন- আল্লাহর কসম আমি এই কাজটি করবো। কিন্তু পরক্ষণেই মনে হল, কাজটি করা আমার জন্য ভাল হবে না, বাস্তবে কাজটি করা আমার পক্ষে সম্ভব না। তারপর থেকেই মনের মধ্যে একটা খটকা লেগেই আছে, কাজটি না করলে বা ওয়াদা পুরণ না করলে আমি কি গুনাহগার হব? না কোন কাফফারা দিতে হবে?

উত্তর : নিয়ত করলে, ওয়াদা করলে, জোর দিয়ে বললে কোনো কাজ করতে হয়। কিন্তু করা না গেলে বা সংগত মনে না হলে কথা না রাখার গুনাহ হতে পারে। কিন্তু কোনো কাফফারা দিতে হবে না। তবে, যদি কোনো বৈধ ও সংগত কাজে আল্লাহর নামে কসম করে, তাহলে কসম পূরণ না করার কাফফারা দিতে হবে। কসমের কাফফারা গোলাম আজাদ করা বর্তমানে সম্ভব না হওয়ায় বাকীগুলো আদায় করতে হবে।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার