যে দোয়া পড়লে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
ছোট্ট ও ছন্দময় একটি দোয়া। যে দোয়াটি পড়লে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারবে না বরং মানুষ সারাদিন শয়তানের অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকবে। হাদিসের বর্ণনায় দোয়াটি হলো-
أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
উচ্চারণ: ‘আউজুবিল্লাহিল আজিম ওয়া বিওয়াঝহিল কারিম ওয়া সুলত্বানিহিল কাদিমি মিনাশ শাইত্বানির রাজিম।’
অর্থ: ‘আমি মহান আল্লাহর কাছে; তার মহানুভব চেহারার কাছে; তার অনাদি-অনন্ত কর্তৃত্বের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই।’
দোয়াটি হাদিসের বর্ণনায় এভাবে এসেছে-
হযরত হায়াওয়াহ ইবনু শুরায়িহ (রহ.) বলেন, আমি উক্ববাহ ইবনে মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করে বলি, আমি জানতে পারলাম যে, আপনার কাছে হযরত আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রা.)-এর মাধ্যমে নবীজি (সা.) থেকে এই হাদিস বর্ণনা করা হয়েছে যে, নবীজি (সা.) মসজিদে প্রবেশের সময় বলতেন-
أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
‘আমি অতীব মর্যাদা ও চিরন্তন পরাক্রমশালীর অধিকারী মহান আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।
হযরত উক্ববাহ (রা.) বললেন, এত টুকুই?
আমি বললাম, ‘হ্যাঁ।’
(এবার) হযরত উক্ববাহ (রা.) বললেন, ‘কেউ এ দোয়া পড়লে শয়তান বলতে থাকে যে, এ লোকটি আমার (অনিষ্ট ও কুমন্ত্রণা) থেকে সারা দিনের জন্য বেঁচে গেল।’ (আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, দারেমি, মুসনাদে আহমাদ, বুখারি ও মসলিম)
মনে রাখা জরুরি
এ দোয়াটি শুধু মসজিদে প্রবেশের জন্য পড়ার দোয়াই নয় বরং সারাদিন শয়তানের আক্রমণ (অনিষ্টতা ও কুমন্ত্রণা) থেকে নিরাপদ থাকতে প্রতিদিন পড়া জরুরি। যদিও রাসুলুল্লাহ (সা.) মসজিতে প্রবেশ করতেই এ দোয়াটি পড়তেন। আর শয়তান সারা দিনের জন্য এ দোয়া পাঠকারী থেকে দূরে সরে যায়।