হজ-ওমরাহযাত্রীদের জন্য চালু হচ্ছে ‘কুলিং ইহরাম’ সেবা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
তীব্র গরমে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালনের সময় শরীরের তাপমাত্রা ঠিক রাখতে বিশ্বে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তির ‘কুলিং ইহরাম’ চালু করেছে সৌদিয়া এয়ারলাইন্স। সরকারিভাবে অনুমোদিত কুলিং প্রযুক্তিতে তৈরি এই বিশেষ ইহরাম যাত্রীদের জন্য ইবাদত পালনের সময়গুলোতে স্বাচ্ছন্দ্য বয়ে আনবে।
কুলিং-সুবিধাসম্পন্ন এই ইহরাম তৈরি করা হয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডিং প্রতিষ্ঠান ল্যান্ডর এবং কুলিং ফ্যাব্রিক প্রযুক্তি কোম্পানি বিআরআরআর (brrr®)–এর যৌথ উদ্যোগে। এটি হজ-ওমরাযাত্রীদের পোশাকে প্রযুক্তিগত উদ্ভাবনের প্রথম বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এই বিশেষ কাপড়ে ব্যবহৃত হয়েছে কুলিং মিনারেল, অ্যাকটিভ উইকিং ও দ্রুত শুকানোর প্রযুক্তি। যা পরিবেশ অনুযায়ী ত্বকের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে রাখে। একই সঙ্গে কাপড়টি ইউপিএফ ৫০ শতাংশ সূর্যরশ্মি প্রতিরোধী, যা চরম রোদেও অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করবে। ইহরামের ধর্মীয় নিয়ম–কানুন পুরোপুরি বজায় থাকবে পুরুষ ও নারী উভয় তীর্থযাত্রীর জন্য।
সৌদিয়ার ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) এসসাম আখোনবাই বলেন, হজ-ওমরাযাত্রীদের যাত্রা যেন আরও স্বস্তিদায়ক হয় এটাই আমাদের লক্ষ্য। তারা যেত আধ্যাত্মিক কাজে যেন মনোযোগ দিতে পারেন সে জন্যই এই উদ্যোগ।
তিনি জানান, হজ ও ওমরাহযাত্রী পরিবহনে শীর্ষস্থানীয় বিমানসংস্থা হিসেবে সৌদিয়া যাত্রীসেবায় নতুন মানদণ্ড তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দুবাইয়ে অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট ২০২৫–এ প্রথমবার এই কুলিং ইহরামের প্রদর্শনী হয়। brrr®–এর প্রধান নির্বাহী মেরি-ক্যাথরিন কোল্ব বলেন, বিশ্ব মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক যাত্রায় আমাদের প্রযুক্তির বাস্তব প্রয়োগ দেখানোর এটি অসাধারণ সুযোগ এটি।
কীভাবে এটি বিতরণ করা হবে সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা শিগগিরই জানানো হবে।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন