আল্লাহর গুণবাচক নাম, আসমাউল হুসনা। এ নামগুলোর মধ্যে এমন কিছু নাম রয়েছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন, আর কিছু চাইলে দান করেন। ওই নামগুলোর মধ্যে একটি নামকে বলা হয় ইসমুল আজম; যা আল্লাহর সর্বোচ্চ, সর্বমহান নাম।
রাসুলুল্লাহ (সা.) হাদিসের একাধিক বর্ণনায় এই মহান নামের ইঙ্গিত দিয়েছেন। হাদিসের উদ্ধৃতিসহ ইসমুল আজম সম্পর্কিত কয়েকটি দোয়া ও জিকির তুলে ধরা হলো-
> হযরত ইউনুস (আ.)-এর দোয়া
হযরত সাআদ ইবনু আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) বলেছেন-
لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বালিমিন।’
অর্থ: ‘আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি ছিলাম অন্যায়কারীদের অন্তর্ভুক্ত।’ (সুরা অম্বিয়া: আয়াত ৮৭) যে কোনো মুসলিম কোনো বিষয়ে কখনো এ দোয়া করলে অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করেন। (সুনানুত তিরমিজি:৩৫০৫)
> একক সত্তার সাক্ষ্য দিয়ে দোয়া
হযরত আবদুল্লাহ ইবনু বুরায়দাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، الأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু; লা ইলাহা ইল্লাহ আনতা; আল-আহাদুস সামাদ; আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ; ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।’
অর্থ: হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনিই একমাত্র আল্লাহ। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি একক, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও জন্ম দেওয়া হয়নি। আপনার সমকক্ষ কেউ নেই।
তখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সে আল্লাহর সেই মহান নামের মাধ্যমে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং যার মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তাআলা দান করেন। (আবু দাউদ ১৪৯৩, তিরমিজি ৩৪৭৫)
এ দোয়াটি সম্পর্কে হাদিসের অন্য বর্ণনায় এসেছে, নবীজি (সা.) একই দোয়া শুনে বলেন, এই ব্যক্তি আল্লাহর সেই মহান নাম দ্বারা প্রার্থনা করেছে, যার দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং দান করেন। (ইবনে মাজাহ ৩৮৫৭)
> নামাজে দাঁড়িয়ে এক সাহাবির দোয়া
হযরত আনাস ইবনু মালিক (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে বসা ছিলাম। তখন এক ব্যক্তি নামাজে দাঁড়িয়ে এভাবে দোয়া করল-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، الْحَنَّانُ الْمَنَّانُ، بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদা; লা ইলাহা ইল্লা আনতা; আলহান্নানুল মান্নানু; বাদিয়ু’স সামাওয়াতি ওয়াল আরদি; ইয়া জাল ঝালালি ওয়াল ইকরাম; ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুমু।’
অর্থ: হে আল্লাহ, আমি আপনার প্রশংসা করি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি দয়ালু, অনুগ্রহশীল। আপনি আসমান ও জমিনের একমাত্র স্রষ্টা। হে মর্যাদা ও মহিমার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।
রাসুলুল্লাহ (সা.) তখন বললেন, সে আল্লাহর ইসমুল আজম দ্বারা দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং কিছু চাইলে তিনি দান করেন। (তিরমিজি ৩৭৯২, মুসনাদে আহমাদ ১২৬২৭)
কুরআনের দুটি আয়াতে ইসমুল আজম
হযরত আসমা বিনতে ইয়াজিদ (রা.) বর্ণনা করেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইসমুল আজম রয়েছে এ দুটি আয়াতে-
وَإِلٰهُكُمْ إِلٰهٌ وَاحِدٌ، لَا إِلٰهَ إِلَّا هُوَ، الرَّحْمٰنُ الرَّحِيمُ
‘তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি পরম দয়ালু, পরম করুণাময়।’ (সুরা বাকারা: আয়াত ১৬৩)
اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، الْحَيُّ الْقَيُّومُ
‘তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী।’ (সুরা আল ইমরান: আয়াত ২) (তিরমিজি: ৩৪৭৮)
দোয়া কবুলের মাধ্যম আল্লাহর তাআলার গুরুত্বপূর্ণ প্রিয় নাম ‘ইসমুল আজম। যে নামের মাধ্যমে দোয়া করলে তা ব্যর্থ হয় না। এ নাম পড়ে বান্দা যে দোয়াই করে আল্লাহ তা কবুল করেন। বান্দা যা চান আল্লাহ তাআলা তা-ই দেন।