সম্মাননা পাগড়ি পাচ্ছেন ৩ হাজার হাফেজ-আলেম
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
প্রায় সাড়ে তিন হাজার হাফেজ-আলেমকে সম্মাননা পাগড়ি দেবে রাজধানী ঢাকার দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম। মাদ্রাসাটির ৩১ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৩ ও ১৪ নভেম্বর ২ দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনে এ সম্মাননা দেওয়া হবে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বাংলাদেশের শীর্ষ আলেমরা বয়ান করবেন।
সম্মেলনে জামিয়াতু ইবরাহীম থেকে শিক্ষা গ্রহণকারী সাড়ে তিন হাজার হাফেজ, আলেম ও মুফতিদের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পঞ্চাশ হাজার লোকের অবস্থানের মতো সুবিশাল প্যান্ডেল ও যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
জানা যায়, প্রথম দিন (১৩ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া দস্তারবন্দী সম্মেলন শুক্রবার রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের উল্লেখযোগ্যরা হলেন-- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি, দেশটির বরেণ্য আলেম মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী, শায়খ আব্দুর রউফ মাক্কী, পাকিস্তানের মাওলানা ইলিয়াস ঘুম্মান ও মাওলানা আওরঙ্গজেব ফারুক, যুক্তরাজ্যের ডক্টর মুফতি আব্দুর রহমান মাঙ্গেরা, মাওলানা মাহমুদুল হাসান রাজস্থানী, মাওলানা শেখ আহমদ মুফতি সৈয়দ রেজাউল করিম, মাওলানা মাহফুজুল হক, নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মামুনুল হক প্রমুখ।