মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৭ নভেম্বর, ১৬ জুমাদাল উলা) জুমার নামাজের ইমামতি করবেন ও খুতবা দেবেন যারা, তারা হচ্ছেন প্রখ্যাত দুই শায়খ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
মসজিদে হারাম
আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ আব্দুল্লাহ আওয়াদ আল জুহানী। তার জন্ম ১৯৭৬ সালের ১৩ই জানুয়ারি সৌদি আরবের মদিনা শহরে। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের কোরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) অর্জন করেছেন।
২০০৭ সালে মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন তিনি। ২০০৮ সাল থেকে তিনি মসজিদে হারামে তারাবিহ নামাজের ইমামতি করছেন। সুললিত কোরআন তিলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত।
মসজিদে নববি
মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ কারি আব্দুল মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল কাসিম।
সৌদি আরবের মক্কায় ১৯৬৭ সালে তার জন্ম। মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মদিনার শরিয়া আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শায়খ আল কাসিম ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন। তারপর একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে তুলনামূলক ফিকহে মাস্টার্স করেন এবং ১৯৯২ সালে ইসলামি ফিকহে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি তার সুললিত কোরআন তেলওয়াতের জন্য অত্যন্ত জনপ্রিয়। সৌদি আরবের আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় তিনি অন্যতম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন