পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় পুরস্কার সাইকেল
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ২৪ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার আইটশাহী ইউনিয়নের চাষিরী ঈদগাহর মাঠে চাষিরী যুব শক্তি সংগঠনের উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মুক্তার বেপারী। এ সময় উপস্থিত ছিলেন চাষিরী যুব শক্তির সদস্যদের অভিভাবকরা ও চাষিরী যুব শক্তি সংগঠনের সদস্যবৃন্দ। পুরস্কার পাওয়া এক কিশোর জানান, টানা ৪১ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহকে সন্তুষ্ট রাখা ও ইবাদত করায় আমাদের পুরস্কার দেয়া হয়েছে।
আরও পড়ুন
চাষিরী যুব শক্তির সদস্যদের অভিভাবকরা জানান, কিশোরদের মসজিদমুখী করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। সবার উচিত ভালো কাজে এগিয়ে আসা। এতে করে শিশুরা উৎসাহ পাবে।