Logo
Logo
×

ইসলাম

পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় পুরস্কার সাইকেল

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় পুরস্কার সাইকেল

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ২৪ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার আইটশাহী ইউনিয়নের চাষিরী ঈদগাহর মাঠে চাষিরী যুব শক্তি সংগঠনের উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মুক্তার বেপারী। এ সময় উপস্থিত ছিলেন চাষিরী যুব শক্তির সদস্যদের অভিভাবকরা ও চাষিরী যুব শক্তি সংগঠনের সদস্যবৃন্দ। পুরস্কার পাওয়া এক কিশোর জানান, টানা ৪১ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহকে সন্তুষ্ট রাখা ও ইবাদত করায় আমাদের পুরস্কার দেয়া হয়েছে। 

আরও পড়ুন
চাষিরী যুব শক্তির সদস্যদের অভিভাবকরা জানান, কিশোরদের মসজিদমুখী করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। সবার উচিত ভালো কাজে এগিয়ে আসা। এতে করে শিশুরা উৎসাহ পাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার