Logo
Logo
×

ইসলাম

পুরোনো কবরের ওপর ঘরবাড়ি বানানো যাবে কি?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পিএম

পুরোনো কবরের ওপর ঘরবাড়ি বানানো যাবে কি?
প্রশ্ন: পুরোনো কবরের ওপর ঘরবাড়ি বানানো যাবে কি?

উত্তর: কবরের ওপর ঘরবাড়ি বানিয়ে বসবাস করা অথবা বসবাসের ঘরের নিচে কাউকে কবর দেওয়া নিষিদ্ধ। নবীজি (সা.) কবরের ওপর হাঁটাচলা করতে ও কোনো স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন। জাবের (রা.) বলেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কবর পাকা করতে, কবরের ওপরে লিখতে, কবরের ওপর কোনো স্থাপনা নির্মাণ করতে এবং তা পদদলিত করতে নিষেধ করেছেন। (সুনানে তিরমিজি)

কবরের ওপর বসতেও নিষেধ করেছেন নবীজি (সা.)। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমাদের কেউ যদি আগুনের ফুলকির উপর বসে এবং তাতে তার পরিধেয় বস্ত্র পুড়ে গিয়ে ওই আগুন তার শরীরের চামড়া পর্যন্ত পৌঁছে যায় এটা তার জন্য কবরের উপর বসার চেয়ে উত্তম। (সহিহ মুসলিম)

তাই কবরের ওপর ঘরবাড়ি নির্মাণ করা যাবে না। যদি কোনো ক্ষেত্রে বিশেষ প্রয়োজন দেখা দেয়, তাহলে ঘর বা মসজিদ সম্প্রসারণের জন্য লাশ স্থানান্তর করতে হবে।

তবে কোনো কবর যদি এত পুরোনো হয় যে কবরস্থ ব্যক্তির লাশ বহু আগেই মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাহলে বিশেষ প্রয়োজনে এমন কবর সমান করে তার ওপর ঘরবাড়ি নির্মাণ করা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার