বিজ্ঞাপন
বিজ্ঞাপন
১. রোজার নিয়তের দোয়া (আরবি) نَوَيْتُ أَنْ أَصُومَ غَدًا لِلَّهِ تَعَالَى مِنْ فَرْضِ رَمَضَانَ বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন আসূমা গাদান লিল্লাহি তাআলা মিন ফারদি রামাদান। অর্থ: আমি আগামীকাল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম।
২. ইফতারের দোয়া (প্রচলিত) اللّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ: হে আল্লাহ, তোমার জন্যই আমি রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি।
৩. ইফতারের আরেকটি সহিহ দোয়া ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ বাংলা উচ্চারণ: যাহাবাজ জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইন শা আল্লাহ। অর্থ: তৃষ্ণা দূর হলো, শিরাগুলো সিক্ত হলো এবং আল্লাহ চাইলে সওয়াব স্থির হয়ে গেল।
৪. রোজাদারের দোয়া কবুল হওয়ার দোয়া (সাধারণ দোয়া) اللّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي وَتَقَبَّلْ صِيَامِي বাংলা উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি যুনুবি ওয়া তাকাব্বাল সিয়ামি। অর্থ: হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করুন এবং আমার রোজা কবুল করুন। ৫. সেহরির পর পড়ার দোয়া (নিয়মিত যিকির) الحمد لله الذي أطعمني هذا ورزقنيه বাংলা উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাজি আত‘আমানি হাজা ওয়া রাযাকানিহি। অর্থ: সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই খাবার দান করেছেন।
৬. রোজা ভাঙার আগে দোয়া কবুলের দোয়া (সাধারণ) اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رِضَاكَ وَالْجَنَّةَ বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদ্বাকা ওয়াল জান্নাহ। অর্থ: হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি ও জান্নাত চাই।
৭. গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া (শবে কদর ও রমজানে বেশি পড়া হয়) اللّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা‘ফু আন্নি। অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।
৮. দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ বাংলা উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আজাবান্নার। অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
৯. বাবা-মায়ের জন্য দোয়া رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا বাংলা উচ্চারণ: রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।
অর্থ: হে আমার রব, আমার বাবা-মায়ের প্রতি দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন-পালন করেছেন। ১০. রোজাদারের বিশেষ দোয়া (ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি) اللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। অর্থ: হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে তোমার আশ্রয় চাই।
বিজ্ঞাপন