Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

উত্তম স্ত্রী ও নেক সন্তান কামনায় দোয়া

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

উত্তম স্ত্রী ও নেক সন্তান কামনায় দোয়া

বিজ্ঞাপন

মানুষের জীবনে সবচেয়ে গভীর শান্তি আসে ঘরের ভেতর থেকে। বাহিরের সাফল্য, সম্পদ কিংবা সম্মান— সবই ম্লান হয়ে যায় যদি ঘরের মানুষগুলো হৃদয়ের প্রশান্তি না হয়। একজন দয়ালু স্ত্রী, একটি নিষ্পাপ সন্তানের হাসি— এগুলোই চোখের প্রকৃত শীতলতা। তাই কুরআনে আল্লাহ আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন, যেখানে আমরা শুধু সম্পর্ক চাই না, চাই প্রশান্তি, ভালোবাসা ও আত্মিক শান্তি। এই দোয়া একজন মুমিনের অন্তরের আকুতি— যেন তার পরিবার হয় জান্নাতের পথে চলার সঙ্গী।

তাই উত্তম স্ত্রী ও নেক সন্তান চাওয়ার একটি দোয়া আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন—

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ

উচ্চারণ: ‘রাব্বানা হাবলানা মিন আযওয়াঝিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিন।’

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন।’ (সুরা আল-ফুরকান: আয়াত ৭৪)

এই দোয়া আমাদের শেখায়—মুমিনের কামনা শুধু সংসার নয়, বরং শান্তিপূর্ণ ও আল্লাহমুখী সংসার। এমন স্ত্রী ও সন্তান, যাদের দিকে তাকালে অন্তর শান্ত হয়, যারা পাপের পথে নয় বরং নেকির পথে টেনে নেয়। যে পরিবার এই দোয়াকে জীবনের অংশ বানায়, সে পরিবার দুনিয়াতেই জান্নাতের ছোঁয়া পায়।

আসুন, আমরা শুধু এই দোয়াটি পড়েই থেমে না যাই— বরং নিজেদের আমল, আচরণ ও দায়িত্বের মাধ্যমে এটিকে বাস্তবে রূপ দিই। আল্লাহ যেন আমাদের সবাইকে এমন পরিবার দান করেন, যারা হবে আমাদের চোখের শীতলতা ও আখিরাতের পাথেয়। আমিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার