Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকিরের ফজিলত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকিরের ফজিলত

বিজ্ঞাপন

মহান আল্লাহর জিকিরে হৃদয় প্রশান্ত হয়। জিকির আরবি শব্দ। এর অর্থ স্মরণ করা বা উল্লেখ করা। জিকির স্বতন্ত্র ইবাদত। এর দ্বারা মহান আল্লাহর স্মরণ করা হয়।

মহান আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দেয়া হয়েছে কোরআন ও হাদিসে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাকে সেইসব নামেই ডাকবে..।’ (সুরা আরাফ: ১৮০)

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার ঝাঁকি দিলেন; এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার ঝাঁকি দেয়ার পর অনেক পাতা ঝরল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 

নিশ্চয় সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা-ইলা-হা ইল্লাহ ও আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন (শীতকালে) গাছ তার পাতা ঝরায়। (মুসনাদে আহমাদ: ১২৫৩৪)

জিকিরগুলো হলো:

এক. سُبْحَانَ اللَّهِ  : সুবহানাল্লাহ: আর আল্লাহ তাআলা অতি পবিত্র।

দুই. اَلْحَمْدَ لِلَّهِ  : আলহামদুলিল্লাহ: সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য।

তিন. لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ  : লা ইলাহা ইল্লাল্লাহু: আর আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই।

চার. وَاللَّهُ أَكْبَرُ : ওয়াল্লাহু আকবার: এবং তিনি অতি মহান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার