Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

দাফনের পর কবরবাসীর জন্য যে দোয়া পড়বেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

দাফনের পর কবরবাসীর জন্য যে দোয়া পড়বেন

বিজ্ঞাপন

মৃত ব্যক্তিকে দাফনের মাধ্যমে দায়িত্ব শেষ করে দেয় না ইসলাম। বরং দাফনের পরপরই কবরবাসীর জন্য দোয়া, ইস্তেগফার ও ইমানি দৃঢ়তা কামনা করা সুন্নাহ ও মুস্তাহাব আমল। কারণ এই সময়েই মৃত ব্যক্তি মুনকার–নাকিরের প্রশ্নের মুখোমুখি হয়। দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে সদ্য মৃতব্যক্তি ও কবরবাসীর জন্য দোয়া করা—সুন্নাহ।

দাফন সম্পন্ন হওয়ার পর কিছুক্ষণ কবরের পাশে অবস্থান করে মৃত ব্যক্তির জন্য ক্ষমা ও দৃঢ়তার দোয়া করা রাসুলুল্লাহ (সা.)–এর প্রমাণিত আমল। হাদিসে পাকে এসেছে—

كَانَ النَّبِيُّ ﷺ إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ فَقَالَ: اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ، وَاسْأَلُوا لَهُ التَّثْبِيتَ، فَإِنَّهُ الْآنَ يُسْأَلُ

নবীজি (সা.) মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে বলতেন— ‘তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দৃঢ়তার দোয়া করো। কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে।’ (আবু দাউদ ৩২১৩)

হজরত আমর ইবনুল আস (রা.)–এর মৃত্যুকালীন অসিয়ত

এই আমলের গুরুত্ব বোঝাতে বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস (রা.) তার মৃত্যুর সময় তার ছেলে আব্দুল্লাহকে বিশেষ অসিয়ত করেছিলেন।  হাদিসে এসেছে—

عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ لِابْنِهِ وَهُوَ فِي سِيَاقِ الْمَوْتِ: إِذَا أَنَا مُتُّ فَلَا تَصْحَبْنِي نَائِحَةٌ وَلَا نَارٌ فَإِذَا دَفَنْتُمُونِي فَشُنُّوا عَلَيَّ التُّرَابَ شَنًّا ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِي قَدْرَ مَا يُنْحَرُ جَزُورٌ وَيُقَسَّمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَعْلَمَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّي

হজরত আমর ইবনুল আস (রা.) মৃত্যুর সময় তার ছেলে আবদুল্লাহকে (রা.) অসিয়ত করেছিলেন যে, যখন আমি মারা যাব তখন আমার জানাজার সঙ্গে যেন মাতম করার জন্য কোনো রমণী না থাকে। আর না থাকে কোনো আগুন। আমাকে দাফন করার সময় আমার ওপর আস্তে আস্তে মাটি ঢালবে। দাফনের পর দোয়া ও মাগফিরাতের জন্য এতটা সময় (আমার কবরের কাছে) অপেক্ষা করবে, যতটা সময় একটি উট জবাই করে তার মাংস বণ্টন করতে সময় লাগে। তাহলে আমি তোমাদের সঙ্গে একটু পরিচিত থাকবো এবং (নির্ভয়ে) জেনে নেব, আমি আমার রবের মালায়িকার (ফেরেশতাগণের) কাছে কী জবাব দেব।’ মুসলিম ১২১, মিশকাতুল মাসাবিহ ১৭১৬)

কবর জিয়ারতে কবরবাসীদের সালাম ও দোয়া করা— সুন্নাহ

কবর জিয়ারতের সময় কবরবাসীদের সালাম দেওয়া ও তাদের জন্য দোয়া করা নবীজি (সা.) শিখিয়েছেন। বুরায়দাহ (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) কবরস্থানে গেলে এ দোয়া পড়তে শিখিয়েছেন—

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ، نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ

উচ্চারণ: ‘আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহা লানা ওয়ালাকুমুল আফিয়াহ।’

অর্থ: ‘হে কবরবাসী মুমিন ও মুসলিমগণ! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। আমরা আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করি।’ (মুসলিম ৯৭৫)

আরও পড়ুন
দাফনের পর কবরবাসীর জন্য সবচেয়ে উপকারী আমল হলো—
  • কবরের পাশে দাঁড়িয়ে ইস্তেগফার ও দৃঢ়তার দোয়া।
  • কবর জিয়ারতে সালাম ও দোয়া
  • মৃতের জন্য আমাদের দোয়া— কবরের অন্ধকারে নূরের আলো।

আল্লাহ তায়ালা আমাদের সকল মৃত স্বজনকে মাগফিরাত দান করুন এবং কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার