Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ কথাটা কি সত্য?

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১০:০৫ এএম

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ কথাটা কি সত্য?

বিজ্ঞাপন

প্রশ্ন : সমাজে একটা কথা প্রচলিত আছে, ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’। এ কথাটার কোনো ভিত্তি আছে?

-ফারজানা আক্তার মিম, ঢাকা

উত্তর : আল্লাহ তাআলা পুরুষকে নারীর ওপর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছেন। পুরুষ কষ্ট করে উপার্জন করে এবং পরিবারের প্রয়োজন মেটায়, যার মধ্যে স্ত্রীর ব্যয়ভারও অন্তর্ভুক্ত। কোরআনে পুরুষকে নারীর অভিভাবক ও পরিচালক বলা হয়েছে।

তাই স্ত্রীর জন্য আবশ্যক হলো, স্বামীর আদেশ-নিষেধ যদি শরিয়ত পরিপন্থী না হয় তাহলে তা মেনে চলা, তার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাকে কষ্ট না দিয়ে শান্ত রাখার চেষ্টা করা। হাদিসে এমন নারীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যে আল্লাহর হক আদায় করে এবং স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যু বরণ করে। তেমনিভাবে স্বামীর ওপর আবশ্যক হলো, সামর্থ্য অনুযায়ী স্ত্রীর ভরণপোষণ দেওয়া, বৈধভাবে তার শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করা ও ভালোবাসার সম্পর্ক বজায় রাখা। অন্যায়ভাবে তার ওপর কোনো জুলুম-অত্যাচার না করা।

তবে প্রশ্নোক্ত কথাটি হুবহু এই শব্দে কোনো হাদিসে পাওয়া যায় না। তবে বিষয়টি হাদিসে এভাবে বর্ণিত হয়েছে, কোনো নারী স্বামীকে খুশি রেখে মারা গেলে সে জান্নাতে যাবে। অর্থাৎ স্বামীর সন্তুষ্টি জান্নাত লাভের মাধ্যম আর তাকে অসন্তুষ্ট করা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। (সুরা : বাকারা, আয়াত : ২৮, আহকামুল কোরআন : ১/৫১০, সুরা : নিসা, আয়াত : ৩৪, মুসনাদে আহমদ : ১৪-৩৫০, তিরমিজি, হাদিস : ১১৬১)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার