Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

চার রাকাত নামাজে ভুলে পঞ্চম রাকাতে সেজদা করলে নামাজের হুকুম কী?

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

চার রাকাত নামাজে ভুলে পঞ্চম রাকাতে সেজদা করলে নামাজের হুকুম কী?

বিজ্ঞাপন

প্রশ্ন: একদিন আমাদের মসজিদে জোহরের জামাতে ইমাম সাহেব অসাবধানতাবশত চার রাকাত ফরজ শেষ হওয়ার পর শেষ বৈঠকে না বসে অতিরিক্ত একটি রাকাতের জন্য দাঁড়িয়ে যান। মুসল্লিরা লোকমা দিলেও তিনি ফিরে আসেননি। পরে তিনি সেই অতিরিক্ত রাকাতের সিজদা আদায় করে বৈঠকে বসেন এবং সাহু সিজদার মাধ্যমে নামাজ শেষ করেন।

এমতাবস্থায় শরীয়তের দৃষ্টিতে সঠিক সিদ্ধান্ত কী? ওই জামাতের ফরজ নামাজ কি আদায় হয়েছে? আর যদি আদায় না হয়ে থাকে, তাহলে ওই নামাজে সুন্নত নামাজ পুনরায় পড়তে হবে?

উত্তর: প্রশ্নে বর্ণিত অবস্থায় ওই দিনের ফরজ নামাজ আদায় হয়নি। কারণ চার রাকাত ফরজ নামাজে চতুর্থ রাকাতের পর শেষ বৈঠকে বসা ফরজ। কিন্তু ইমাম সাহেব সে ফরজ আদায় না করে পঞ্চম রাকাতে দাঁড়িয়ে যান এবং সেই রাকাতের সিজদাও আদায় করেন। এর ফলে ফরজ নামাজ ভেঙে যায়।

আরও পড়ুন
শরীয়তের বিধান অনুযায়ী নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদার মাধ্যমে তা পূরণ করা যায়। কিন্তু কোনো ফরজ বাদ পড়লে সাহু সিজদা দ্বারা সে ত্রুটি পূরণ হয় না। প্রশ্নোক্ত ক্ষেত্রে শেষ বৈঠক যেহেতু ফরজ ছিল এবং তা আদায় করা হয়নি, তাই পরবর্তীতে সাহু সিজদা করলেও নামাজ সহিহ হয়নি।

অতএব ওই দিনের ফরজ নামাজ পুনরায় আদায় করতে হবে। তবে সুন্নত নামাজ পুনরায় পড়তে হবে না, কেননা সুন্নত নামাজের কাজা নেই। আর বিতর নামাজ যেহেতু সহিহভাবে আদায় হয়েছে, তাই সেটিও পুনরায় পড়ার প্রয়োজন নেই।

তথ্যসূত্র: ফাতাওয়া হিন্দিয়া ১/৫১; রদ্দুল মুহতার ১/৩৬১

উত্তর দিয়েছেন: মুফতি সফিউল্লাহ, শিক্ষক, জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার