Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রিটেনে রাজকীয় সম্মাননা: কাদের এবং কীভাবে এই খেতাব দেওয়া হয়?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ এএম

ব্রিটেনে রাজকীয় সম্মাননা: কাদের এবং কীভাবে এই খেতাব দেওয়া হয়?

প্রতি বছর জন্মদিন এবং নতুন বছরের শুরুতে ব্রিটিশ রাজা বিভিন্ন ক্ষেত্রের মানুষকে বিশেষ সম্মাননা জানান। বিখ্যাত তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, যারা সমাজের জন্য বিশেষ অবদান রাখেন, তাদের এই পুরস্কারের তালিকায় রাখা হয়। ২০২৫ সালের তালিকায় ডেভিড বেকহ্যাম ও সাদিক খানের মতো ব্যক্তিত্বরা নাইটহুড পেয়েছেন। তবে অনেকেই এই সম্মান প্রত্যাখ্যান করেছেন, আবার কারও কারও খেতাব কেড়েও নেওয়া হয়েছে।

ব্রিটেনের এই সম্মাননা ব্যবস্থা মূলত দুই সময়ে ঘোষিত হয়— জুনে রাজার জন্মদিন এবং নতুন বছরের শুরুতে। ২০২৫ সালের জন্মদিনের সম্মাননা তালিকায় ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক ডেভিড বেকহ্যাম, অভিনেতা গ্যারি ওল্ডম্যান ও সংগীতশিল্পী রজার ডাল্ট্রি নাইটহুড উপাধি পেয়েছেন। এছাড়া ‘স্ট্রিকলি কাম ড্যান্সিং’-এর উপস্থাপক ক্লদিয়া উইঙ্কলম্যান ও টেস ডালি ওবিই (OBE) খেতাবে ভূষিত হয়েছেন।

২০২৫ সালের নিউ ইয়ার অনার্সে লন্ডনের মেয়র সাদিক খান, অভিনেতা স্টিফেন ফ্রাই এবং ইংল্যান্ড ফুটবল দলের সাবেক ম্যানেজার গ্যারেথ সাউথগেটকেও নাইটহুড দেওয়া হয়েছে। অলিম্পিক চ্যাম্পিয়ন কিলি হডগকিনসন এমবিই (MBE) এবং অভিনেত্রী সারা ল্যাঙ্কাশায়ার সিবিই (CBE) সম্মাননা পেয়েছেন।

সাধারণত প্রধানমন্ত্রী বা সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সুপারিশের ভিত্তিতে রাজা এই সম্মাননা প্রদান করেন, তবে সাধারণ জনগণও উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করতে পারেন। তবে এই সম্মাননা সবাই গ্রহণ করেন না। লেখক রোয়াল্ড ডাল ও চিত্রশিল্পী ফ্রান্সিস বেকনের মতো অনেকেই অতীতে এই সম্মান ফিরিয়ে দিয়েছেন। আবার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে রলফ হ্যারিস বা অ্যান্থনি ব্লান্টের মতো ব্যক্তিদের সম্মাননা বাতিলও করা হয়েছে।

ব্রিটেনে বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মান দেওয়া হয়, যার মধ্যে নাইটহুড, ওবিই, এমবিই এবং সিবিই অন্যতম। নাইটহুড পাওয়া পুরুষদের নামের আগে ‘স্যার’ এবং নারীদের নামের আগে ‘ডেম’ উপাধি যুক্ত হয়। ব্রিটিশ এম্পায়ার মেডেল বা বিইএম স্থানীয় পর্যায়ে প্রদান করা হয়। এছাড়া সাহসিকতার জন্য গ্যালান্ট্রি মেডেল এবং পুলিশের বিশেষ সেবার জন্য কিংস পুলিশ মেডেলও দেওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার