Logo
Logo
×

আন্তর্জাতিক

উড়ন্ত ট্যাক্সি আসছে লন্ডনে, ট্রাফিক জ্যামের দিন কি শেষ?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ এএম

উড়ন্ত ট্যাক্সি আসছে লন্ডনে, ট্রাফিক জ্যামের দিন কি শেষ?

লন্ডনের আকাশে শিগগিরই দেখা মিলবে স্বপ্নের উড়ন্ত ট্যাক্সির। ভার্টিক্যাল এরোস্পেস নামের একটি কোম্পানি দাবি করেছে, ২০২৮ সালের মধ্যেই তারা বৈদ্যুতিক এই বিমান বা ‘ফ্লাইং ট্যাক্সি’ যাত্রী পরিবহনের জন্য চালু করবে। পরিবেশবান্ধব ও শূন্য কার্বন নিঃসরণকারী এই যানটি যানজটের শহরে যাত্রাপথ অনেক সহজ ও দ্রুত করে তুলবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানিটি জানিয়েছে, তাদের তৈরি ‘ভ্যালো’ (Valo) নামের এই উড়ন্ত ট্যাক্সিটি উল্লম্বভাবে বা সোজা ওপরের দিকে উড়াল দিতে সক্ষম। এটি ঘণ্টায় ১৫০ মাইল বেগে চলতে পারবে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, ক্যানারি ওয়ার্ফ থেকে হিথ্রো বিমানবন্দর পর্যন্ত যেতে যেখানে গাড়িতে এক ঘণ্টার বেশি সময় লাগে, সেখানে এই ট্যাক্সিতে সময় লাগবে মাত্র ১২ মিনিট।

প্রাথমিকভাবে প্রতিটি ট্যাক্সিতে একজন চালকসহ মোট ছয়জন যাত্রী বসতে পারবেন। ভাড়ার বিষয়েও আশার বাণী শুনিয়েছে কোম্পানিটি। তারা বলছে, শুরুতে ভাড়া ব্ল্যাক ক্যাবের মতো হলেও ভবিষ্যতে উৎপাদন বাড়লে তা আরও কমে উবারের ভাড়ার সমান হতে পারে। ২০৩০ সালের মধ্যে তারা ১৭৫টি এমন ট্যাক্সি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তবে এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হলে যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটি (CAA) এবং ইউরোপীয় এভিয়েশন সেফটি এজেন্সির (EASA) চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে। বিবিসির পরিবহন সংবাদদাতার মতে, প্রযুক্তি প্রস্তুত থাকলেও বড় চ্যালেঞ্জ হলো প্রয়োজনীয় বিনিয়োগ সংগ্রহ করা। তবুও নির্মাতারা আত্মবিশ্বাসী যে ২০২৮ সালের মধ্যেই লন্ডনের আকাশে এই বৈদ্যুতিক যান ডানা মেলবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার