বিশ্ববাজারে এক মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ, দেশে ভরি কত?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ এএম
এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। একই সঙ্গে রূপার দামেও নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ৪৯ মিনিট পর্যন্ত স্পট গোল্ড ১.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২৭৫.৩৯ ডলারে দাঁড়ায়। গত ২১ অক্টোবরের পর এটাই সর্বোচ্চ দাম। খবর রয়টার্সের।
আর যুক্তরাষ্ট্রের ফিউচার গোল্ডের ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩০৩.৯০ ডলারে পৌঁছায়। এদিকে স্পট সিলভার ৩.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৬৩.৭৭ ডলারে উঠে, যা দিনের রেকর্ড ৬৩.৯৩ ডলারের কাছাকাছি। মেরেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ারের ভাষায়, ‘স্বর্ণকে ওপরে টেনে তুলছে রুপা এবং একই সঙ্গে প্লাটিনাম ও প্যালাডিয়ামকেও উপরে তুলছে।
এদিকে আজ দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। ভরিতে এক লাফে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে সবশেষ গত ২ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। টানা ২ দফায় বাড়ানোর পর ওইদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।