Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতীয়দের এইচ-১বি ভিসা সাক্ষাৎকার স্থগিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম

ভারতীয়দের এইচ-১বি ভিসা সাক্ষাৎকার স্থগিত

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু করার আগে আবেদনকারীদের পাঁচ বছরের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের রেকর্ড খতিয়ে দেখা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই নতুন নিয়মের কারণে বিপদে পড়েছেন ভারতের এইচ-১বি ভিসা আবেদনকারীরা। তাদের নির্ধারিত ভিসা অ্যাপয়েন্টমেন্ট আপাতত স্থগিত করে তা আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। খবর এনডিটিভির।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ভিসা আবেদনকারীদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, ‘আপনি যদি ভিসা সাক্ষাৎকারের সময়সূচি পুনর্নির্ধারণ সংক্রান্ত ইমেইল পেয়ে থাকেন, তাহলে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সাক্ষাৎকারের নতুন তারিখে আপনার অপেক্ষায় থাকবে।’

দূতাবাস সতর্ক করে জানায়, সাক্ষাৎকারের সময় পরিবর্তনের পরও যদি কেউ আগের নির্ধারিত দিনে কনস্যুলেটে উপস্থিত হন, তবে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত নির্ধারিত সাক্ষাৎকারগুলো আগামী বছরের মার্চ মাসে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে ঠিক কতগুলো সাক্ষাৎকার পুনর্নির্ধারণ হয়েছে তা জানা যায়নি।

অভিবাসন নিয়ে কাজ করা আইনজীবী স্টিভেন ব্রাউন বলেছেন, ‘ভারতে যুক্তরাষ্ট্রের মিশন আমাদের এ তথ্য নিশ্চিত করেছে। তারা আগামী কয়েক সপ্তাহের বেশ কিছু সাক্ষাৎকার বাতিল করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের জন্য সেগুলো ২০২৬ সালের মার্চ মাসে পুনর্নির্ধারণ করেছে।’

মার্কিন সরকার এইচ-১বি ভিসা আবেদনকারী এবং তাদের এইচ-৪ নির্ভরশীলদের জন্য স্ক্রিনিং ও যাচাইয়ের পরিধি বাড়িয়েছে। আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইল ‘পাবলিক’ বা উন্মুক্ত রাখার নির্দেশ দেয়া হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে কর্মকর্তারা আবেদনকারীদের অনলাইন উপস্থিতি মূল্যায়ন করবেন। যুক্তরাষ্ট্রে প্রবেশ অযোগ্য বা জাতীয় নিরাপত্তা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ব্যক্তিদের সহজে শনাক্ত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এর আগে গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এইচ-১বি কর্মভিসার ওপর এককালীন ১ লাখ ডলার ফি আরোপ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার