অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন নাচের শিক্ষিকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
চীনের লিয়াওনিং প্রদেশে নাচের ক্লাস চলাকালীন এক অবিশ্বাস্য ঘটনা নিয়ে তুমুল আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নাচ শেখাতে গিয়েই মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়লেন এক নাচের শিক্ষিকা। কিন্তু বিস্ময়ের বিষয় এই ঘটনাকে নাচের বিশেষ ‘মুদ্রা’ ভেবে একইভাবে মাটিতে পড়ে যান তার ছাত্রীরাও!
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি প্রথম শেয়ার করা হয় ইনস্টাগ্রামের ‘mothershipsg’ অ্যাকাউন্ট থেকে। ভিডিওতে দেখা যায় শ্রেণিকক্ষ ভর্তি ছাত্রীর সামনে নৃত্যচর্চা করাচ্ছেন শিক্ষিকা। কিছুক্ষণ পরই তাঁর মাথা ঘোরার লক্ষণ দেখা দেয়। হঠাৎই তিনি মাটিতে পড়ে যান। কিন্তু ছাত্রীদের কেউই বুঝতে পারেননি যে এটি কোনো দুর্ঘটনা বরং ভাবেন এটি নাচের অনুশীলনের অংশ। ফলে শিক্ষিকার মতো অনুকরণ করে তাঁরাও মাটিতে শুয়ে পড়েন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, রক্তে শর্করার পরিমাণ হঠাৎ কমে যাওয়ায় (লো ব্লাড সুগার) শিক্ষিকা অজ্ঞান হয়ে পড়েন। তবে কিছুক্ষণ পর তিনি আবার সুস্থ হয়ে ওঠেন। সৌভাগ্যবশত, বড় কোনো শারীরিক ক্ষতি হয়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়াও এসেছে ঝড়ের মতো। একজন মন্তব্য করেছেন, অন্ধভাবে অনুকরণ করাই এখন ট্রেন্ড! শিক্ষিকার বিপদ যে কেউ বুঝতেই পারল না!
এই ঘটনাটি দেখায় যে সামান্য অসাবধানতাও কীভাবে ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে বিশেষ করে অনুকরণভিত্তিক প্রশিক্ষণে সতর্কতার গুরুত্ব কতটা।