নিউ ইয়র্কের জলাশয়ে ভাসছিল লাশ, উদ্ধার করল পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ এএম
নিউ ইয়র্কের একটি জলাশয়ে এক ব্যক্তির লাশ ভেসে ওঠার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
আইউইটনেস নিউজ জানায়, রবিবার স্টেইটের পুটনাম কাউন্টির ক্রটন ফলসে এক ব্যক্তির লাশ ভেসে ওঠে। প্রথমে লাশটি এক জেলের নজরে আসে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাণ হারানো ব্যক্তির নাম অরেলিও ঝুনিও অরবেজ, যিনি পেশায় একজন ট্যক্সিচালক। সর্বশেষ তাকে নিউ ব্রেওস্টের ট্রেন স্টেশনে দেখা গিয়েছিল।
অরবেজের হদিস না পাওয়ায় পহেলা ডিসেম্বর কানেকটিকাটের ডেনবারিতে পুলিশের কাছে একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছিল।
লাশ শনাক্তের পর পুটনাম কাউন্টির তদন্ত কর্মকর্তা এটিকে একটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছেন। ঘটনাটি তদন্তধীন বলেও উল্লেখ করেন কর্মকর্তা।
পুলিশ আরও জানায়, ভুক্তভোগীকে হত্যার পর তার টয়োটা সিয়েনা লাইভেরি ব্র্যান্ডের গাড়িটি চুরি করে সন্দেহভাজন। এখন পর্যন্ত গাড়িটির খোঁজ মেলেনি।
গাড়িটির পেছনে অরবেজটেক্সি ডট কম লেখা আছে। বাম পাশে ভি৮৯ লেখা একটি চিহ্ন আছে। গাড়িটির ছাদে একটি সাদা চিহ্ন আছে।
হদিসহীন গাড়ির সন্ধান অথবা হত্যার ঘটনার তদন্তে সহায়ক তথ্য পেলে পুটনাম কাউন্টি শেরিফ অফিসে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।