Logo
Logo
×

আন্তর্জাতিক

আমাদের অভিবাসী দরকার : জার্মান চ্যান্সেলর

Icon

ইনফোমাইগ্রেন্টস

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ এএম

আমাদের অভিবাসী দরকার : জার্মান চ্যান্সেলর

অভিবাসন নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের এক বক্তব্যকে নিয়ে শুরু হয়েছিল বিতর্ক৷ এবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে নিজের আগের অবস্থান সরে এসেছেন তিনি৷ অন্তত তার কথায় অনেকটা সেরকমই ইঙ্গিত রয়েছে৷ তিনি বললেন, ‘‘আমাদের (জার্মানির) অভিবাসী প্রয়োজন৷’’

অভিবাসন বিষয়ে গত অক্টোবরে এক বক্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন জার্মান চ্যান্সেলর মার্ৎস৷ ওই সময় তিনি বলেছিলেন, ‘‘সরকার অভিবাসন বিষয়ে অতীতে যে ভুলগুলো করেছিল তা সংশোধন করছে এবং এই বিষয়ে অগ্রগতি অর্জন করছে৷’’

অর্থাৎ অভিবাসন বিষয়ে আগের সরকারের নেওয়ার পদক্ষেপকে ভুল বলে অভিহিত করেন তিনি৷ এসময় ম্যার্ৎস আরো বলেন, ‘‘এখনও আমাদের সমস্যাগুলো রয়ে গেছে৷ যেমন ধরেন, আমাদের শহরগুলো দেখতে কেমন! আর এ কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী বড় পরিসরে প্রত্যাবাসন বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছে৷’’ 

এরপর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘‘আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, আমার কথার মানে কী?’’

এরপর তিনি আরো সুনির্দিষ্ট করে বলেন, ‘‘এই সমস্যাগুলো ওই সব অভিবাসীরা করছেন, যাদের এখানে স্থায়ীভাবে থাকার অনুমতি নেই, যারা কর্মে নিযুক্ত নন এবং যারা জার্মান আইন মেনে চলেন না৷’’

চ্যান্সেলরের এমন মন্তব্যের প্রতিবাদ জানাতে জার্মানির বিভিন্ন শহরে দফায় দফায় প্রতিবাদ সমাবেশ করেছেন দেশটির নাগরিকেরা৷ প্রতিবাদ জানাতে বার্লিনে নারীরাও নেমে এসেছিলেন রাস্তায়৷ 

এদিকে, সোমবার জার্মানির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এআআরডি-এর এক অনুষ্ঠানে দেশটির নর্থ রাইন ভেস্টফালিয়া রাজ্যের এক বাসিন্দার প্রশ্নের জবাবে জার্মান চ্যান্সেলর বলেন, ‘‘আমি তার আগে যা বলেছিলাম, যা আমি সুনির্দিষ্ট করতে বুঝাতে চেয়েচিলাম… আমি আজকে সেটাকে ভিন্নভাবে বলবো৷ আমাদের অভিবাসী প্রয়োজন৷’’ 

‘‘এমন অনেক শহর আছে, যেগুলো খুব বেশি গুরুত্ব পাচ্ছে না৷ আমি যা বলেছি, তার সাথে এর সম্পর্ক রয়েছে,’’ বলেন তিনি৷ 

‘‘এজন্যই আমি বলি যে, এটি হলো একই উত্তরের দুটো অংশ৷ আমাদের অভিবাসী দরকার, পুরো স্বাস্থ্যখাত, সেবাখাত, এবং অন্যান্য খাতে৷’’ 

টেলিভিশন অনুষ্ঠানে তিনি আরো জানান, মানুষ কী পাচ্ছে তা তিনি দেখছেন এবং ‘‘অন্যদেশ থেকে যারা আসছেন, তাদের ছাড়া এটি কাজ করবে না৷’’  

তিনি বলেন, ‘‘আমি এই পার্থক্যটির উপর শক্তভাবে গুরুত্ব দিতে চাই৷ তবে আমি মনে করি, যারা সদিচ্ছা নিয়ে এটি বুঝার চেষ্টা করবেন, তারা বুঝতে পারবেন, আমি কী বলতে চেয়েছি৷’’   

একইসঙ্গে জার্মান চ্যান্সেলর আরো বলেন, ‘‘যারা আমাদের দেশে থাকতে চান তাদেরকে অবশ্যই আমাদের নিয়মনীতি মেনে চলতে হবে৷ আর যদি তারা তা না করেন, অবশ্যই তাদেরকে ফিরে যেতে হবে৷’’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার