সুনামি সতর্কতায় এক সপ্তাহ প্রস্তুত থাকার পরামর্শ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম
সোমবার জাপানের উত্তরাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে এবং একটি এলাকায় আগুন লাগার ঘটনাও ঘটেছে। শুরুতে ভূমিকম্পের মাত্রা ৭.৬ বলা হলেও পরে তা ৭.৫–এ সংশোধন করা হয়।
ভূমিকম্পের পরপরই জারি হওয়া সুনামি সতর্কতা মঙ্গলবার সকালেই পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
আওমরি উপকূলের কাছাকাছি এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। এরপর হোক্কাইডো ও আওমরির পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটের দিকে সেই সতর্কতা বাতিল হয় এবং পাঁচটি অঞ্চলের প্রায় এক লাখ মানুষের সরিয়ে নেওয়ার নির্দেশও প্রত্যাহার করা হয়।
ভূমিকম্পের কারণে পানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় আওমরি ও ইওয়াতের প্রায় ৪৮০ পরিবার সমস্যায় পড়েছে। জেএমএ জানায়, আওমরির হাচিনোহে শহরে ভূমিকম্পের তীব্রতা শিন্ডো মান অনুযায়ী আপার–৬ ছিল এবং এটি প্রায় ৫০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
যদিও সুনামির ঝুঁকি আর নেই, তবুও আগামী সাত দিন সতর্ক থাকতে বলেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তার মতে, হোক্কাইডো থেকে সানরিকু উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকায় তুলনামূলকভাবে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা আগের চেয়ে এখন বেশি।
সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, আগামী সপ্তাহে পরাঘাত বা নতুন ভূমিকম্প ঘটতে পারে। তাই জরুরি প্রস্তুতি বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যদিও দৈনন্দিন কাজ–কর্ম বন্ধ করতে হবে না।