দ্রুত গতির ট্রেন দুই ঘণ্টায় যাবে সৌদি থেকে কাতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ এএম
সৌদি আরব-কাতার নিজেদের মধ্যে একটি বিশেষ চু্ক্তি করেছে। যার আওতায় দুই দেশের মধ্যে চালু হবে উচ্চগতির রেল চলাচল। সোমবার দুই উপসাগরীয় দেশ নিজেদের রাজধানীকে সংযুক্ত করতে এই রেললাইন নির্মাণ চুক্তিতে স্বাক্ষর করেছে। প্রকল্পটি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
সৌদি আরবের সরকারি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, উচ্চগতির বৈদ্যুতিক যাত্রীবাহী রেলওয়ে রিয়াদ এবং দোহারকে যুক্ত করবে। নেটওয়ার্কে সৌদি আরবের আল-হোফ-হফ এবং দাম্মাম শহরগুলোও অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
এই অত্যাধুনিক ট্রেনটি ঘণ্টায় ৩০০ কিলোমিটারের (১৮৬ মাইল) বেশি গতিতে ছুটতে সক্ষম হবে বলে দাবি করা হচ্ছে। ফলে দুই রাজধানীর মধ্যে ভ্রমণে সময় লাগবে প্রায় দুই ঘণ্টা। যেখানে বর্তমানে সরাসরি বিমান যাত্রায় প্রায় ৯০ মিনিট সময় লাগে।
বিবৃতি অনুযায়ী, এই প্রকল্পটি ছয় বছরের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি প্রতি বছর এক কোটি যাত্রী পরিবহনের ক্ষমতা রাখবে বলেও আশা করা হচ্ছে।
ঐতিহাসিক এই চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের আমিরের রিয়াদ সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়।