Logo
Logo
×

আন্তর্জাতিক

গৃহহীন অভিবাসীদের উচ্ছেদে মামদানির বিরোধিতা, সমর্থন নেই হোকুলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ এএম

গৃহহীন অভিবাসীদের উচ্ছেদে মামদানির বিরোধিতা, সমর্থন নেই হোকুলের

গৃহহীনদের উচ্ছেদ অভিযান বন্ধে জোরান মামদানির অবস্থানের বিরোধিতা করেছেন নিউ ইয়র্ক সিটির গভর্নর ক্যাথি হোকুল।

নিউ ইয়র্ক সিটির সব বাসিন্দাদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা ছিল স্টেইটটির মেয়র পদে নির্বাচিত মামদানির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি।

আর মাত্র এক মাসেরও কম সময় পর নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ৩৪ বছর বয়সী তরুণ এ নেতা।

এমন সময় সিটির চায়নাটাউনে অভিবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস ও পুলিশ কর্তৃক অভিবাসী উচ্ছেদের সময় প্রতিবাদকারীদের বাঁধায় তৈরি হয় উত্তেজনাপূর্ণ অবস্থা।

আইউইটনেস নিউজ জানায়, ফেডারেল কর্তৃপক্ষ যখন অবৈধ অভিবাসী উচ্ছেদে ব্যস্ত, তখন তার বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট প্রকাশ করেন মামদানি।

তিনি ওই পোস্টে বলেন, ‘আপনি যদি তাদের জন্য প্রয়োজনীয় আবাসন ব্যবস্থা না দিতে পারেন, তাহলে আপনি যা করছেন সেগুলো সফলতা না।’

তবে উচ্ছেদ অভিযানের পক্ষে আছেন মেয়র এরিক অ্যাডামস ও ক্যাথি হোকুল।

অ্যাডামসের ভাষ্য, ‘অস্থায়ী আবাসগুলোকে সড়ক, সাবওয়ে ফুটপাত দখল করতে দেওয়া যায় না। সড়কে বাস করার বিষয়টি অমানবিক।আমরা চাই তারা ঘরে থাকুক।’

গভর্নর ক্যাথি হোকুলও ফেডারেল কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছেন।

হোকুলের মুখপাত্র রোববার বলেন, নিউ ইয়র্কারদের ফুটপাত কিংবা ব্রিজের নিচে ঘুমানো গৃহহীনতার কোনো মানবিক সমাধান বলে মনে করেন না হোকুল। তিনি এমন একটি ব্যবস্থা আশা করেন যে যেখানে উচ্ছেদ অভিযানসহ সয়াহক আবাসন, নেশা নিরাময়, মানসিক স্বাস্থ্য বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।’

একই সঙ্গে মামদানির বিনামূল্যে এমটিএ বাস সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি থেকেও ইতোমধ্যে পিছপা হচ্ছেন গভর্নর। হোকুল মনে করেন এটিকে বাস্তব রূপ দেওয়ার জন্য বেশ ব্যয়বহুল প্রকল্প।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার