Logo
Logo
×

আন্তর্জাতিক

স্ত্রীকে সঙ্গে নিয়ে নতুন ঠিকানা গ্রেসি ম্যানশন, জানালেন মামদানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ এএম

স্ত্রীকে সঙ্গে নিয়ে নতুন ঠিকানা গ্রেসি ম্যানশন, জানালেন মামদানি

ত্রিশ দিনেরও কম সময় পর নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন জোরান মামদানি।

তার আগেই ঘোষণা দিলেন, স্ত্রী রামা দুয়াজিকে সঙ্গে নিয়ে মেয়রের জন্য নির্ধারিত বাসভবন গ্রেসি ম্যানশনে বাস করবেন তিনি।

আইউইটনেস নিউজ জানায়, সোমবার মামদানি সরকারি বাসভবনে ওঠার পরিকল্পনার তথ্য নিশ্চিত করেন।

মামদানি এক বিবৃতিতে বলেন, এ সিদ্ধান্ত আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে। যেন সাশ্রয়ী নিউ ইয়র্ক সিটি গড়ে তুলতে পুরোপুরি মনোনিবেশ করা সম্ভব হয়, যে কারণে জনগণ ভোট দিয়েছেন।’

নিউ ইয়র্কারদের বিপুল সমর্থনে গত ৪ ডিসেম্বর মেয়র পদে জয়লাভ করেন মামদানি। বিজয় ঘোষণার পরদিনই সরকারি বাসভবনে থাকবেন কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

ওই সময় বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছিলেন মামদানি। পাশাপাশি স্ত্রীর সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে এ সিদ্ধান্ত জানানো হবে, এ কথা উল্লেখ করেছিলেন।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে অবস্থিত গ্রেসি ম্যানশন ২২৬ বছর পুরনো ১১ হাজার বর্গফুট আয়তনের এক বিশাল রাজপ্রসাদ।

বর্তমানে কুইন্সের অ্যাস্টোরিয়ায় একটি এক শোবার বিশিষ্ট একটি ভাড়া ফ্ল্যাটে বাস করছেন মামদানি ও তার স্ত্রী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার