Logo
Logo
×

আন্তর্জাতিক

জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ ছবিতে নেটমাধ্যমে তোলপাড়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ এএম

জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ ছবিতে নেটমাধ্যমে তোলপাড়

প্রেমের গুঞ্জনে এবার যেন আনুষ্ঠানিক সিল দিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি। এতদিন যা ছিল নিছক জল্পনা, জাপান সফরেই তা রূপ নিল প্রকাশ্য ভালোবাসায়।

রাজনীতি ও বিনোদনের দুই ভিন্ন দুনিয়ার এই দুই তারকা এখন এক সূতোয় বাঁধা। জাপান সফরে রয়েছেন কেটি-ট্রুডো জুটি। সফরের শুরুতেই সেখানে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রুডো, সঙ্গে ছিলেন কেটিও। ওই উপস্থিতিতেই প্রথমবার সবার সামনে তাদের প্রেমের ইঙ্গিত মেলে।

জাপানে এখনো সফররত এই জুটি। এরই মধ্যে কেটি কয়েকটি ছবি প্রকাশ করেছেন, যেখানে ট্রুডোর সঙ্গে তাকে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা যায়।

আরও পড়ুন
একটি ছবিতে দুজনকে গাল ঘেঁষে সেলফি তুলতে দেখা গেছে—চোখেমুখে নতুন সম্পর্কের উচ্ছ্বাস স্পষ্ট। আরেকটি ছবিতে তারা নিরিবিলিতে খাবার উপভোগ করছেন।

ছবিগুলোর ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। অর্থাৎ, তাদের টোকিও সফর যে শুধু ঘোরাঘুরিতেই সীমাবদ্ধ ছিল না, তা বুঝিয়ে দিয়েছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার