Logo
Logo
×

আন্তর্জাতিক

আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর হচ্ছে ইউরোপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ এএম

আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর হচ্ছে ইউরোপ

অবৈধ অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের চাপ সামলাতে আরও কঠোর নিয়ম আনতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (৮ ডিসেম্বর) অভিবাসন নীতিতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তে ঐকমত্যে পৌঁছেছে ইইউ’র সদস্য দেশগুলো। খবর বার্তা সংস্থা এএফপি’র

বেলজিয়ামের ব্রাসেলসে সোমবার ইইউ স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে পদক্ষেপের কয়েকটি প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়। ইউরোপীয় কমিশনের উপস্থাপিত ওই প্রস্তাবের ওপর প্রথমবারের মতো ভোট হবে। এতে থাকছে অভিবাসীদের আগমন ও প্রত্যাবর্তন আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা।

এই নিয়মের মধ্যে থাকবে ইইউ’র ২৭ দেশের বাইরে অভিবাসীদের জন্য ‘রিটার্ন হাব’ বা পুনর্বাসন কেন্দ্র স্থাপনের ধারণার প্রতি সমর্থন। ইউরোপজুড়ে ডানপন্থী দলগুলোর ভোটের জনপ্রিয়তা বাড়তে পারে—এই আশঙ্কায় বিভিন্ন সরকার অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এরপরই আসতে যাচ্ছে কঠোর পদক্ষেপ।

নতুন প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—

  • ইইউ-এর বাইরে পুনর্বাসন কেন্দ্র (রিটার্ন হাব) স্থাপন
  • স্বেচ্ছায় দেশে না ফিরলে কঠোর শাস্তি ও দীর্ঘ মেয়াদি জেল
  • নিজ দেশে নয়, ইইউ নির্ধারিত ‘নিরাপদ’ তৃতীয় দেশে অভিবাসী ফেরত পাঠানো

ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত এই পদক্ষেপগুলো এখন কার্যকর হওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই পদক্ষেপগুলো ইইউর অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর ও দ্রুত কার্যকর করার প্রচেষ্টার অংশ বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তবে অভিবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থা এ ধরনের কঠোরতার বিরুদ্ধে কড়া আপত্তি জানিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার