Logo
Logo
×

আন্তর্জাতিক

স্ত্রীকে জানান ‘ব্যবসায়িক সফর’, হোটেলে ধরা পড়লেন অন্য নারীর সঙ্গে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম

স্ত্রীকে জানান ‘ব্যবসায়িক সফর’, হোটেলে ধরা পড়লেন অন্য নারীর সঙ্গে

থাইল্যান্ডের ভয়াবহ বন্যার মধ্যে নাটকীয় ঘটনায় ধরা পড়েছেন এক মালয়েশীয় ব্যক্তি। তিনি স্ত্রীকে বলেছিলেন তিনি ব্যবসায়িক কাজে সহকর্মীদের সঙ্গে সফরে রয়েছেন। কিন্তু বাস্তবে তিনি ছিলেন প্রেমিকার সঙ্গে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে জানান তিনি একটি ‘ব্যবসায়িক সফরে' থাইল্যান্ডের হাত ইয়াই শহরে অবস্থান করছেন। তবে বন্যার তীব্রতায় যোগাযোগ দুর্বল হয়ে পড়লে স্ত্রীর সন্দেহ বাড়ে। তখন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত একজন নারীর সহায়তা চান, যিনি বন্যায় আটকা পড়া মানুষদের উদ্ধারে সহায়তা করছিলেন।

২৪ নভেম্বর ওই নারী উদ্ধার কার্যক্রমের সময় বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরেন। তিনি জানান, স্ত্রীর অনুরোধে তার আত্মীয়রা হাত ইয়াইয়ের একটি হোটেলে খোঁজ নিতে গেলে দেখা যায়- তথাকথিত ‘সহকর্মী দল' আসলে কেবল একজন নারী, যিনি গত চার দিন ধরে ওই ব্যক্তির সঙ্গে একই কক্ষে ছিলেন।

উদ্ধার কাজে সহায়তাকারী ওই নারী জানান, তিনি এখনো বিষয়টি সরাসরি স্ত্রীর কাছে জানাননি। তবে তিনি এই ঘটনা শেয়ার করেছেন অন্য নারীদের সতর্ক করার উদ্দেশ্যে যেন তারা সহজে বিশ্বাস না করেন।

দক্ষিণ থাইল্যান্ড বর্তমানে ভয়াবহ বন্যার কবলে। টানা ভারী বর্ষণে দেশটির অন্তত ১২টি প্রদেশে প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত ১৮৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

হাত ইয়াই শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম, যেখানে বহু গ্রাম পানির নিচে তলিয়ে গেছে, ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে এবং লাখো মানুষ বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

থাই সরকার জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধার, খাদ্য বিতরণ ও চিকিৎসা সহায়তার কার্যক্রম শুরু করেছে।ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মন্তব্য করেছেন, সত্যটা স্ত্রীর জানা উচিত। কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, স্ত্রীর কোনও নিকট আত্মীয় বা বন্ধুর মাধ্যমে তাকে বিষয়টি জানানো হোক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার