জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
জাপানে শক্তিশালী ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)-র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) সমুদ্র উপকূলবর্তী এলাকায় কম্পনটি অনুভূত হয়।
জেএমএ জানায়, ভূমিকম্পের উৎস ছিল আওমোরি ও হোক্কাইডোর নিকটবর্তী সমুদ্রভাগে। এই কম্পনের ফলে জাপানের উত্তর-পূর্ব উপকূলে সর্বোচ্চ তিন মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার সুনামির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে অঞ্চলটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিরাপত্তা যাচাই শুরু করেছে বলে জানিয়েছে সরকারি চ্যানেল এনএইচকে।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।