১১ হাজার ১৪৮ প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থানিল সৌদি কর্তৃপক্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২০ এএম
সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে গত এক সপ্তাহে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৯ হাজার ৭৯০ অবৈধ প্রবাসীকে আটক করা হয় এবং এর মধ্যে ১১ হাজার ১৪৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
নভেম্বর ২৭ থেকে ডিসেম্বর ৩ পর্যন্ত যৌথ তল্লাশি অভিযানে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থা অংশ নেয়। স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ-এর বরাতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এ অভিযানে ১২ হাজার ২৫২টি আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৩৮৪টি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ১৫৪টি শ্রম আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, মোট ২১ হাজার ৮০৫ জন আটক ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে এবং ৫ হাজার ৩৭০ জনের ভ্রমণের টিকিট সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
সীমান্ত-সংক্রান্ত অপরাধে এক হাজার ৬৬১ জনকে গ্রেপ্তার করা হয় যারা অবৈধভাবে সৌদি আরবে ঢুকার চেষ্টা করছিল। তাদের মধ্যে প্রায় ৪৫ শতাংশ ইয়েমেনের, ৫৪ শতাংশ ইথিওপিয়ার এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ৪৯ জনকে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় আটক করা হয়েছে।
অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে যারা অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় প্রদান বা অবৈধভাবে চাকরি দেয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে ৩১ হাজার ২৯২ জন প্রবাসী, যাদের মধ্যে ২৯ হাজার ৪১০ জন পুরুষ এবং ১ হাজার ৮৮২ জন নারী, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।