Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ‘যৌন পল্লী’ থেকে ৪৩ জন বাংলাদেশি নারী আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

মালয়েশিয়ায় ‘যৌন পল্লী’ থেকে  ৪৩ জন বাংলাদেশি নারী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ পতিতালয় এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এতে বাংলাদেশিসহ মোট ১৩৯ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১১২ জন নারী ও ২৭ জন পুরুষ।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদেশি বসবাসকারী এলাকাগুলো— জালান পেতালিং, জালান ইম্বি এবং জালান পুডুতে এই অভিযান পরিচালিত হয়। খবর— নিউ স্ট্রেইট টাইমস ও দ্য সান মালয়েশিয়া*।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিরেক্টর বাসরি ওসমান জানান, মোট ২০৫ জনের কাগজপত্র যাচাইয়ের পর ১৩৯ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। এদের বয়স ২০ থেকে ৬৫ বছরের মধ্যে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ২০ জন স্থানীয় মালয়েশিয়ান পুরুষকেও গ্রেফতার করা হয়েছে। তারা আস্তানাগুলোতে কেয়ারটেকার বা ‘ক্যাপ্টেন’ হিসেবে কাজ করত।

ইমিগ্রেশন বিভাগের তদন্তে জানা গেছে, শিফট ভিত্তিকভাবে এসব অবৈধ পতিতালয় ২৪ ঘণ্টাই চালু থাকত— সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত। গ্রাহকদের কোনো অগ্রিম বুকিংয়ের প্রয়োজন হতো না। স্থানীয় ও বিদেশি গ্রাহকদের জন্য সর্বনিম্ন ফি ছিল ৬০ রিঙ্গিত।

ধরা পড়া এড়াতে নারীদের কাজের স্থানেই রাখা হতো না; তাদের জন্য আলাদা বাসা ভাড়া করা ছিল। ভবনের ভেতরে দেয়াল তুলে তৈরি করা হয়েছিল অসংখ্য গোপন ছোট কক্ষ।

নিউ স্ট্রেইট টাইমস-এর তথ্যমতে, আটক ১১২ নারীর মধ্যে ৪৩ জন বাংলাদেশি। এছাড়া ৪২ জন ইন্দোনেশিয়ার, ১৭ জন ভিয়েতনামের, ৮ জন মিয়ানমারের, এবং একজন করে ভারত ও নেপালের নাগরিক।

অভিযান চলাকালে জালান পেতালিং এলাকায় বিদেশি যাত্রীসহ একটি গাড়ি পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন কর্মকর্তারা সেটিকে ধাওয়া করে থামিয়ে দেন।

সব বিদেশি আটককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ডিপো, বেরানাং এবং সেমেনয়িহ ইমিগ্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার