Logo
Logo
×

আন্তর্জাতিক

মহাজাগতিক বিরল ঘটনা ঘটতে যাচ্ছে আজ সন্ধ্যায়, যেভাবে দেখা যাবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

মহাজাগতিক বিরল ঘটনা ঘটতে যাচ্ছে আজ সন্ধ্যায়, যেভাবে দেখা যাবে

চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে মহাজাগতিক দুটি বিরল ঘটনা ঘটতে যাচ্ছে। ডিসেম্বরের শীতল আকাশ আকাশপ্রেমীদের জন্য এবার যেন বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শীতল এই মাসটিতে মানুষ প্রথম বিরল ঘটনাটি দেখতে পাবেন রোববার (৭ ডিসেম্বর) রাতে। চাঁদ ও বৃহস্পতির অপূর্ব মিলন সৃষ্টি করবে মনোমুগ্ধকর দৃশ্যটি। খবর বিবিসির।

সূর্যাস্তের পর পূর্ব আকাশে পাশাপাশি দেখা যাবে সরু চাঁদ আর গাঢ় আলো ছড়ানো বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে। যদিও বাস্তবে বৃহত্তম গ্রহটি এবং পৃথিবীর একমাত্র কৃত্রিম উপগ্রহ চাঁদের দূরত্ব কোটি কোটি কিলোমিটার, তবুও পৃথিবী থেকে দেখলে তারা কয়েক ডিগ্রির ব্যবধানে পাশাপাশি থাকা স্থির মহাকাশীয় বস্তু বলে মনে হবে। একে বলা হচ্ছে চাঁদ-বৃহস্পতি সংযোগ বা মিলন। খালি চোখে সহজে দেখা যাবে। তবে দূরবীন ব্যবহার করলে দেখা যাবে বৃহস্পতির চার উপগ্রহ-আইও, ইউরোপা, গ্যানিমিড ও ক্যালিস্টো।

আজ সন্ধ্যায় বাংলাদেশ থেকে চাঁদ–বৃহস্পতির এই মিলন দেখার সম্ভাবনা রয়েছে। বিশ্বের পূর্বস্থল হিসেবে দেশটির অবস্থান এমন যে সন্ধ্যার পর চাঁদ ও বৃহস্পতি আকাশে একই সঙ্গে বা খুব কাছাকাছি অবস্থানে দেখা যেতে পারে। তবে যদি আকাশ পরিষ্কার থাকে, এবং শহরের আলোর দাপট কম হয় তবে ছাদ থেকে পূর্ব বা পূর্ব-উত্তর-পূর্ব দিকে তাকালে খালি চোখ বা সাধারণ দূরবিন দিয়ে বিরল দৃশ্যটি দেখা যেতে পারে।

মাসের দ্বিতীয় বিরল ঘটনাটি ঘটতে যাচ্ছে ১৯ ডিসেম্বর, যখন আমাদের সৌরজগতে ঢুকে পড়া আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু থ্রিআই/অ্যাটলাস (3I/ATLAS) পৃথিবীর সবচেয়ে কাছে দিয়ে অতিক্রম করবে। এটি মানব ইতিহাসে তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু। পৃথিবীর আকাশ ছুঁয়ে যাবে এক আন্তঃনাক্ষত্রিক অতিথি বা ধূমকেতুটি। আগের দুটি ধূমকেতু ছিল ২০১৭ সালের ‘ওউমুয়ামুয়া’ এবং ২০১৯ সালের কমেট বোরিসভ। নাসার অ্যাটলাস সার্ভে টেলিস্কোপ এই ধূমকেতুটিকে আবিষ্কার করে, যা মূলত অন্য এক নক্ষত্রমণ্ডল থেকে ছুটে আসা এক রহস্যময় ভ্রমণকারী। 

পৃথিবীর কাছাকাছি আসলেও কোনো ঝুঁকি নেই। কারণ সবচেয়ে কাছের দূরত্ব হবে প্রায় ১৭ কোটি মাইল, অর্থাৎ চাঁদের দূরত্বের ৭০০ গুণ। তবে দূরত্ব ও ক্ষীণ উজ্জ্বলতার কারণে এটি দেখতে চাইলে প্রয়োজন হবে অন্তত ১২ ইঞ্চি অ্যাপারচারের টেলিস্কোপ। ভোরের আগে পূর্ব-উত্তর-পূর্ব আকাশে, লিও নক্ষত্রমণ্ডলের রেগুলাস তারার নিচে এটি খুঁজে পাওয়া যাবে। শহরের আলো থেকে দূরে গেলে সহজে দেখা যাবে। 

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সর্বশেষ আকাশপথ নির্দেশিকা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে-এই ডিসেম্বরের রাতগুলো হবে রোমাঞ্চে ভরা। এই দুই মহাজাগতিক ঘটনা মিলিয়ে ডিসেম্বর হবে জ্যোতির্বিদদের স্বপ্নময় মাস। শীতের পরিষ্কার আকাশ, শহরে আলো থেকে অন্য কোথাও সরে যাওয়ার পাশাপাশি একটু ধৈর্য ধরতে পারলে যে কেউ হয়ে উঠতে পারে মহাজগতের নীরব সাক্ষী। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার