যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট বাতিলের চিঠি, আতঙ্কে বহু প্রবাসী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ এএম
যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম আবেদনসহ নানাভাবে ওয়ার্ক পারমিট পেয়েছেন বহু মানুষ। আতঙ্কের খবর হলো- তাদের অনেকেরই ওয়ার্ক পারমিট বাতিল করা হচ্ছে। গত তিন মাসে বাংলাদেশি কমিউনিটির ১৫-২০ জন যুক্তরাষ্ট্রের কাস্টমস ও ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) থেকে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন।
এদিকে, যাদের ৫ বছর মেয়াদের ওয়ার্ক পারমিট আছে, কিন্তু আদালতে অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তাদের চিঠি দিয়ে তা বাতিল করা হয়েছে। অবিলম্বে তাদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।
গত ১৩ নভেম্বর শনিবার ডাকযোগে ইউএসসিআইএস-এর চিঠি পেয়েছেন এস্টোরিয়া প্রবাসী বাংলাদেশি সরোয়ার হোসেন। সেখানে তার ওয়ার্ক পারমিট বাতিল করে দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা বলা হয়েছে।
সরোয়ার হোসেন জানান, স্টুডেন্ট ভিসায় তিন বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এ দেশে থাকার জন্য এক বছরের মাথায় অ্যাসাইলাম আবেদন করেন। আবেদনের পাঁচ মাস পর একজন প্যারালিগ্যালের মাধ্যমে ওয়ার্ক পারমিটের আবেদন করেন তিনি। ৫ বছরের ওয়ার্ক পারমিটও পেয়েছেন। কিন্তু গত সেপ্টেম্বরের মাঝামাঝি তার অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত হয়। এরপর আদালতেও গিয়েছিলেন। সেখানেও আবেদন টেকেনি। এরপর পেলেন ওয়ার্ক পারমিট বাতিলের চিঠি।
নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় আরিফ হোসেন উচ্চতর ডিগ্রি নিতে চার বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন সপরিবারে। ২০ ঘণ্টা কাজের অনুমতি আছে তার। আছে ওয়ার্ক পারমিটও। কিন্তু সম্প্রতি তিনিও ইমিগ্রেশন থেকে চিঠি পেয়েছেন। ২০ ঘণ্টার বেশী কাজ করায় তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে ওই চিঠিতে। এমন কি তাকে নিজ দেশে ফেরত যেতে বলা হয়েছে। পরিবার নিয়ে তিনি এখন বিপাকে পড়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্যারালিগ্যাল বলেন, সময়টা ইমিগ্র্যান্টদের অনুকূলে নয়। যারা ওয়ার্ক পারমিট বাতিলের চিঠি পাচ্ছেন তাদের বেশিরভাগই স্টুডেন্ট ভিসায় এদেশে এসেছিলেন। বাইডেন প্রশাসন অনেকের অ্যাসাইলাম আবেদন অনুমোদন করেছে। কিন্তু ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। তিনি জানান, চিঠি নিয়ে অনেকেই তার সাথে যোগাযোগ করছেন। এ ব্যাপারে আইনজীবীর সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছি।